হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লোক সঙ্গীতের বাদ্যযন্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গান হাবড়া পুলিশ অফিসারদের

লোক সঙ্গীতের বাদ্যযন্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গান হাবড়া পুলিশ অফিসারদের

জেলায় জেলায় চলছে রাজ্য পুলিশের গান গাওয়ার পালা

  • Last Updated :
  • Share this:

#হাবড়া: লকডাউনের ফলে সাধারণ মানুষের একঘেয়েমি কাটাতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গান গেয়ে পথ দেখিয়েছিল কলকাতা পুলিশ। এই বার সাদা পোশাকের দেখানোর পথ ধরেই হাঁটছেন খাকি উর্দিধারীরা। জেলায় জেলায় চলছে রাজ্য পুলিশের গান গাওয়ার পালা। সোমবার উত্তর হাবড়ার পাড়ায় পাড়ায় ঘুড়ে গান ধরলেন হাবড়া থানার অফিসার কনসেটবলরা।

এর আগে দেখা গেছিল হিন্দি ও বাংলা সিনেমার গানে প্যারোডি করে সচেতনতার প্রচার চালাছিল পুলিশ। ট্র্যাকে মিউজিক বাজিয়ে করোনা সচেতনতা গান ধরেছিল তারা। তবে হাবড়ায় ভিন্ন স্বাদের পরিবেশনা দেখা গেল। ট্র্যাক নয়, লোক সঙ্গীতের বাদ্যযন্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গান ধরলেন হাবড়া পুলিশ অফিসাররা। প্রচালিত কিছু লোকগীতির কথা বদলে করোনা প্রতিরোধের প্রাচার করলেন তারা। ভাইরাসের ভয়াবহতা বোঝাতে এক পুলিশকর্মীকে করোনারুপি দানব সাজানো হয়। তাকে সঙ্গে নিয়ে গানের মাধ্যমেই হাবড়া শহরের পাড়ায় পাড়ায় ঘুরে মানুষ কে ঘরে থাকার বার্তা দিল পুলিশ।

কিছু দিন আগেই এন্টালি থানার পুলিশ এলাকায় বেশকিছু আবাসনকে চিহ্নিত করে, যারা লক ডাউনকে সম্পূর্ণভাবে মেনে চলছেন। সেই আবাসনগুলিতে গিয়ে পুলিশ নিজেদের কন্ঠে 'আমরা করব জয়' গেয়ে, হাততালি দিয়ে ধন্যবাদ জানান আবাসনের বাসিন্দাদের।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Coronavirus, COVID-19, Kolkata Police, West bengal Police