মহিষাদল নিউজ এইট্টিন বাংলার খবরের জের, অবশেষে শুরু হল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের বেহাল ইলেক্ট্রিক সিস্টেমের সংস্কারের কাজ৷ তড়িঘড়ি শনিবার সকাল থেকেই হাসপাতালের বিদ্যুৎ সংক্রান্ত যন্ত্রাংশ মেরামতির কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ দ্রুত শেষ করতে উদ্যোগী কর্মীরা৷
আরও পড়ুন: SSC মামলা থেকে সরলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিকে আশার আলো, কিন্তু কেন?
শুক্রবার মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের বেহাল বিদ্যুৎ-এর ছবি সামনে আনে নিউজ এইট্টিন বাংলা। খবরে সামনে আসে হাসপাতালের একমাত্র ভরসা হাতপাখার ছবি৷ সেই খবর প্রচারিত হতেই নড়চড়ে বসেছে প্রশাসন। বেহাল বিদ্যুৎ-ব্যবস্থার খোলনলচে বদলের কাজ শুরু হয়েছে। নিউজ এইট্টিন বাংলার খবরের জন্যই তড়িঘড়ি এই কাজ শুরু বলে স্থানীয় মানুষদের দাবি।
যে কোনও হাসপাতালেরই প্রথম লক্ষ্য হওয়া উচিত রোগী ও তার পরিবারের সুরক্ষা৷ সেখানে এই তীব্র গরমে রোগী কষ্ট পাচ্ছে, হাতপাখা নাড়ছে, এমন দৃশ্য চোখে দেখা যায় না৷ এমনটাই মনে করছিলেন স্থানীয়েরা৷ সুজিত ভৌমিকনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahishadal