• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • একসঙ্গে সাড়ে ৫ হাজার জন শাঁখ বাজিয়ে দিঘায় নয়া বিশ্বরেকর্ড

একসঙ্গে সাড়ে ৫ হাজার জন শাঁখ বাজিয়ে দিঘায় নয়া বিশ্বরেকর্ড

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

শাঁখ বাজিয়ে বিশ্বরেকর্ড দিঘায়। নতুন পালক যুক্ত হল সমুদ্র শহরের মুকুটে।

 • Share this:

  #দিঘা: শাঁখ বাজিয়ে বিশ্বরেকর্ড দিঘায়। নতুন পালক যুক্ত হল সমুদ্র শহরের মুকুটে। বুধবার থেকে শুরু হয়েছে দিঘা বেঙ্গল বিচ ফেস্টিভ্যাল। আর এই উৎসবেই বিশ্বরেকর্ড গড়ল দিঘা। একসঙ্গে শঙ্খ বাজালেন প্রায় সাড়ে ৫ হাজার মহিলা ও ছাত্রী। যা লিপিবদ্ধ হল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

  বাহামাসের রেকর্ড ভাঙল দিঘায়। একসঙ্গে শঙ্খ বাঁজালেন প্রায় সাড়ে পাঁচ হাজার মহিলা ও ছাত্রী।

  বুধবার থেকে শুরু হয়েছে দিঘা বেঙ্গল বিচ ফেস্টিভ্যাল। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির সমুদ্র সৈকতকে ঢেলে সাজানো হয়েছে। আর এই উৎসবেই বিশ্বরেকর্ড গড়ল দিঘা। শঙ্খ বাজানোয় নতুন নজির গড়ল সমুদ্র শহর। এর আগে এই রেকর্ড ছিল বাহামাস দ্বীপপুঞ্জের। দু'হাজার চোদ্দো সালে সেখানে ২৯৫ জন মহিলা শাঁখ বাজিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভাঙল।

  সৈকতের পর্যটনকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

  লালপেড়ে শাড়ি। সৈকতে লাইন করে দাঁড়িয়ে শাঁখে ফুঁ দিচ্ছেন মহিলা ও ছাত্রীরা। যার প্রশংসা করেছেন গিনেস বুকের প্রতিনিধিরাও। নয়া এই বিশ্বরেকর্ডে খুশি পর্যটক থেকে স্থানিয়রা, সকলেই

  First published: