Home /News /south-bengal /
আগুনে ঝলসে গেল গলা থেকে হাঁটু! গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

আগুনে ঝলসে গেল গলা থেকে হাঁটু! গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

representative image

representative image

আগুনে ঝলসে গেল গলা থেকে হাঁটু! গৃহবধূ কে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

 • Last Updated :
 • Share this:

  #সোনারপুর, দক্ষিণ২৪পরগনা: গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হল সোনারপুর থানায় । উত্তর শাসনের বাসিন্দা গীতা মন্ডলের সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় সোনারপুরের পোলঘাটের বাসিন্দা তাপস মন্ডলের। তাপস পেশায় একটি রেস্তোরাঁর মালিক। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে।

  দুপুরবেলা যখন গীতার সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে, তখন ছেলে ও মেয়ে দু'জনেই স্কুলে ছিল । বাড়িতে ছিলেন শুধু তাপস ও গীতা। আগুনে গীতার শরীরের সামনের অংশ, গলা থেকে হাঁটু পর্যন্ত পুড়ে গিয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, হাত পা বেঁধে গীতার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাঁরা আরও জানান, সেইসময় বাড়িতে তাপসের দুই ভাই, বাবা ও বৌদি থাকলেও, গীতাকে কোনওরকম বাঁচানোর চেষ্টা করেননি।

  আরও পড়ুন-শিশু চুরির অভিযোগে মহিলাকে গণপিটুনি

  First published:

  Tags: Complaints of burning, Domestic violence, Homemaker