#আসানসোল: বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন বাবুল সুপ্রিয় ৷ মঙ্গলবার নজরুল মঞ্চ থেকে আসানসোলের বাসিন্দাদের হুমকি দেন বাবুল ৷ যার জেরে বাবুলের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করলেন আসানসোলের বাসিন্দারা ৷
মঙ্গলবার আসানসোলে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানেই বাবুল এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ‘মেরে পা ভেঙে’ দেওয়ার হুমকি দেন বাবুল সুপ্রিয় ৷
কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হতেই ময়দানে নামেন বিজেপি নেতারা ৷ তাদের যুক্তি, বাবুল দা আমাদের বড় দাদার মত ৷ তাই তাঁর অধিকার রয়েছে আমাদেরকে বকাঝকা করার ৷ আমরা তাতে কিছু মনে করিনা ৷ দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে একবারের বদলে ২০বারও বকা দেন তিনি আমাদের ৷ তাহলেও আমরা কিছু মনে করব না ৷ কিন্তু অন্যদের এই বিষয়টি নিয়ে কেন এত মাথাব্যাথা হচ্ছে জানি না ৷’
অন্যদিকে, নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন বাবুল নিজেই ৷ তিনি বলেন, ‘ কথাটা মজা করে বলা ৷ সংবাদ মাধ্যম অন্য ব্যাখ্যা করেছে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo