#নন্দীগ্রাম: রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ৷ গাড়ির মধ্যে সরকারি আধিকারিক তথা ব্লকের ইঞ্জিনিয়ারকে আটকে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের পাথুরিয়া গ্রাম এলাকায়৷ পাকা সেতু নির্মাণের কাজে গড়িমসির অভিযোগ তুলেই আজ দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিডিও গেলে তাঁকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷
এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় পাকা সেতু তৈরি না হওয়া নিয়েই এই ক্ষোভ। অভিযোগ, ২০১৭ সালে গ্রামের সংযোগকারী গুরুত্বপূর্ণ খাল ও রাস্তার উপর প্রাথমিকভাবে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। যদিও পরবর্তী সময়ে বিভিন্ন টালবাহানায় ব্রিজের কাজ বন্ধ হয়ে যায়। পুরনো সেতু ভেঙে ফেলা এবং খালে মাটি খোঁড়ার ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ ওঠে। এর জেরে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নন্দীগ্রাম দু-নম্বর ব্লকের বড় অংশের মানুষজনকে। গোদের ওপর বিষফোঁড়ার মতো জল আটকাতে খালের উপর বাঁধ দেওয়ার কারণে নোনা জল ধান জমিতে ঢুকে ধান চাষের ব্যাপক ক্ষতি করছে বলেও অভিযোগ।
আরও পড়ুন: কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে রূপা গঙ্গোপাধ্যায়! উত্তাল বঙ্গ রাজনীতি, তীব্র হচ্ছে গুঞ্জনদীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার পর বাসিন্দাদের চাপে মাস দুয়েক আগে হঠাৎই সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু হয়। যদিও গড়িমসি করেই কাজ হচ্ছে বলে অভিযোগ করেন এলাকার মানুষজন। মঙ্গলবার বিকেলে জেলা ইঞ্জিনিয়ার সেই কাজেরই পরিদর্শনে আসেন। তিনি জানান, নির্মাণ কাজে বেশকিছু গাফিলতি রয়েছে। সে জন্য পুনরায় নতুন করে নির্মাণ কাজ শুরু করতে হবে। আর তাতেই ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কাজ শুরু হওয়ার অনেক পরে কেন ইঞ্জিনিয়ার পরিদর্শনে এলেন?
আরও পড়ুন: পদ্মা সেতুতে বন্ধ বাইক, কিন্তু বাংলাদেশীদের বুদ্ধিতে তাজ্জব বিশ্ব! খুব অবাক হবেন...এরপরই বিস্তর অভিযোগ তুলে গাড়িসুদ্ধ ইঞ্জিনিয়ারকে রাস্তার ওপর আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভে সামিল হন সকলে। তাঁদের দাবি, দ্রুত সেতু নির্মাণের কাজ শেষ করতে হবে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান নন্দীগ্রাম দু-নম্বর ব্লকের বিডিও। তাঁকে ঘিরেও চলে দফায় দফায় বিক্ষোভ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nandigram