#গোসাবা: যেদিকে চোখ যায় শুধু জল আর জল। অথচ এত জলেও খাওয়ার জল নিয়ে হাহাকার। সুন্দরবনের গোসাবা ব্লকের একাধিক দ্বীপের মানুষের কাছে জলই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জল, একটু পানীয় জলের জন্য হাহাকার। এক বাতিল মিষ্টি জল পাওয়াও ভাগ্যের ব্যাপার। গোসাবা ব্লকের কয়েক লক্ষ মানুষের দিনযাপন এই জল সংকটেই।সমস্যা আগেও ছিল। ভোটের আগে কিছুদিন পরিশ্রুত পানীয় জল দেওয়া হয়েছিল। তারপরও আবার যে কে সেই। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।রাতারাতি এই সংকট মোটেও হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলা আর পরিবেশকে অবজ্ঞা করার ফল।যে পাইপলাইন ছিল এলাকার লাইনলাইন, তাতে ফাটল ধরায় সমস্যা আরও বেড়েছে।
চারদিকে জল আর জল। তবে সেই নোনা জল তো আর খাওয়া যায় না। নদীর সঙ্গে জীবনযুদ্ধেই দিন কাটে গোসাবার। তারই মধ্যে পানীয় জলের সংকটে আরও কঠিন জীবনযুদ্ধে গোসাবা।