হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মোবাইল নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া দাদার, একটু পরেই বাড়িতে এল ভয়ংকর খবর!

Bangla News: মোবাইল নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া দাদার, একটু পরেই বাড়িতে এল ভয়ংকর খবর!

এই পরিণতি!

এই পরিণতি!

Bangla News: ডায়মন্ড হারবার থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নদীতে হাবুডুবু খেতে থাকা বছর কুড়ির প্রিয়াংশু নস্করকে উদ্ধার করে।

  • Last Updated :
  • Share this:

#ডায়মন্ড হারবার: মোবাইল ফোন নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া। আর সেই রাগে মোবাইলটি আছাড় মেরে ভেঙে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক কলেজ পড়ুয়া। যদিও খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নদীতে হাবুডুবু খেতে থাকা বছর কুড়ির প্রিয়াংশু নস্করকে উদ্ধার করে।

বারুইপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রিয়াংশু স্থানীয় নিহাটার বাসিন্দা। ছাত্রকে উদ্ধারের পর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার পর পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় ছাত্রের বাড়িতে। খবর পেয়ে ছাত্রের বাবা ডায়মন্ড হারবার থানায় এসে, ছেলেকে বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনারই সাথী উন্নয়ন সমিতির নামে NGO খুলে প্রায় ১২০০ মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর টাকা পাইয়ে দেওয়া হবে, এই দাবি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠল বেহালায়। অভিযোগ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে নেন বেহালার বকুলতলা পাড়ার বাসিন্দা ববি বন্দ্যোপাধ্যায়। পর্ণশ্রী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আবার, টাকা নিয়ে সোনারপুর তেমাথায় ২০৩ নম্বর রুটে নিয়ম বহির্ভূত ভাবে অটো চালানোর অভিযোগ উঠল। এরই প্রতিবাদে আন্দোলনে নামেন বাকি অটোচালকরা। এই রুট প্রায় ৩০ বছরের পুরানো। বর্তমানে ১৭৫টি অটো চলাচল করে এই রুটে। অন্য রুটের অটো ইউনিয়নের সম্পাদক ভোলা সর্দার টাকা নিয়ে এই রুটে চালাতে অনুমতি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে আন্দোলনে নামেন প্রায় ২০০ জন অটোচালক। সকাল থেকে সোনারপুর ভাঙড় রোড অবরোধে করে চলে বিক্ষোভ।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News