হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মুখ্যমন্ত্রীর সফরের আগের দিনে মালদহে মশাল মিছিল আদিবাসীদের! কিন্তু কেন?

CM Visit Malda: মুখ্যমন্ত্রীর সফরের আগের দিনে মালদহে মশাল মিছিল আদিবাসীদের! কিন্তু কেন?

দাবি পূরণ না হলে ১১ ফেব্রুয়ারি সড়ক ও রেলরোকো অভিযানের পরিকল্পনা আদিবাসীদের।

  • Share this:

মালদহ: মঙ্গলবার ঝটিকা সফরে মালদহে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগের দিনই মালদা শহরে মশাল হাতে মিছিল আদিবাসী সংগঠনের। কর্মসূচি ঘিরে গোলমাল এড়াতে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মালদহে 'মশাল মিছিল' করল আদিবাসী সিঙ্গেল অভিযান।

সোমবার দুপুরে এই মিছিল মালদা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান কয়েক'শ আদিবাসী। দাবি দাওয়ার সমর্থনে জ্বালানো হয় মশাল। মিছিল জেলাশাসকের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। এরপরই ওই সংগঠনের পক্ষ থেকে তাঁদের দাবি দাওয়া নিয়ে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগের দিন আদিবাসী সংগঠনের কর্মসূচিকে ঘিরে গোলমাল এড়াতে আগাগোড়া তৎপর ছিল পুলিশ। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই শেষ হয় কর্মসূচি। তবে, এদিনের বিক্ষোভ ও মশাল মিছিলের মূল দাবিই ছিল ঝাড়খণ্ড সরকারের একটি সিদ্ধান্তকে ঘিরে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এরাজ্যে এভাবে আন্দোলন কেন। আদিবাসী সংগঠনের নেতারা জানান, পাঁচটি রাজ্যে এদিন একই ধরনের আন্দোলন করা হয়েছে। উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের নজরে সমস্যা তুলে ধরা।

আরও পড়ুন: পায়ের মাঝখানের আঙুল বড়? আপনি তাহলে 'বিরাট' এই গুণের অধিকারী! পায়ের পাতায় লুকিয়ে রহস্য! জানুন...

আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হাঁসদার দাবি, তাঁদের ধর্মের মারাং গুরু বা 'ঈশ্বরকে' ঝাড়খণ্ড সরকার একটি সম্প্রদায়ের কাছে তুলে দিয়েছে। সেটা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই, দেশের পাঁচটি রাজ্যে এই আন্দোলন শুরু হয়েছে। পাশাপাশি সারনা ধর্মের স্বীকৃতি, অলচিকি ভাষায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা চালু করা প্রভৃতি দাবিদাওয়া জানানো হয়েছে। যদি এই দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখা না হয়, তাহলে আগামী ১১ ফেব্রুয়ারি সড়ক এবং রেল রোকো অভিযানে সামিল হবে আদিবাসীদের এই সংগঠন।

এদিনের আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মসূচি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন, আদিবাসীরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছেন। সবটা রাজ্যের বিষয়ে নয়। তবে সারনা ধর্মের স্বীকৃতির যে দাবি ওঁরা করছেন,  মুখ্যমন্ত্রী তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: CM Mamata Banerjee, Malda News