• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যের বড় প্রাপ্তি, সিমেন্ট কারখানা উদ্বোধন মুখ্যমন্ত্রীর, প্রচুর মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যের বড় প্রাপ্তি, সিমেন্ট কারখানা উদ্বোধন মুখ্যমন্ত্রীর, প্রচুর মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 • Share this:

   #শালবনি: বেঙ্গল সামিটের আগেই বড় প্রাপ্তি রাজ্যের। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের চব্বিশ ঘণ্টা আগেই শালবনিতে আটশো কোটি টাকার সিমেন্ট কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে রাজ্যে যে আরও বড় শিল্প গড়ে উঠবে তার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরেই রাজ্যে আরও বিনিয়োগের ভাবনা রয়েছে জিন্দল গোষ্ঠীরও।

  মঙ্গলে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগেই সুখবর। অবশেষে শালবনিতে বাস্তব রূপ নিল জিন্দল গোষ্ঠীর সিমেন্ট কারখানা। সোমবার, কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন শিল্পপতি সজ্জন জিন্দল।

  পরিকাঠামো-সহ নানা ক্ষেত্রে নজরকাড়া উন্নয়ন। আগামী দিনে রাজ্যে নানা ক্ষেত্রে আরও বিনিয়োগের কথাও ভাবছে জিন্দল গোষ্ঠী।

  সিমেন্ট কারখানার উদ্বোধন

  - শালবনির কারখানা থেকে বছরে ২৪ লক্ষ টন সিমেন্ট উৎপাদিত হবে - ইতিমধ্যেই ৮০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে - ভবিষ্যতে সিমেন্ট কারখানার জন্য আরও ৩০০ কোটি টাকা বিনিয়োগ হবে - ৮০০ মানুষের কর্ম সংস্থান হবে ওই কারখানায় - অন্যান্য ক্ষেত্রে আরও ৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে জিন্দল গোষ্ঠী

  বাম আমলে শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা হলেও, পরে বদলে যায় লক্ষ্য। ২০১৬ সালের জানুয়ারিতে শালবনিতে সিমেন্ট কারখানার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নানা টানাপোড়েন পেরিয়ে শালবনিতে জিন্দলদের কারখানা স্থাপন। কৃতিত্বের নিরিখে রাজ্য সরকারের মুকুটে নতুন পালক।

  First published: