Cyclone Fani: প্রয়োজন ছাড়া বাইরে বেরবেন না: মমতা

Cyclone Fani: প্রয়োজন ছাড়া বাইরে বেরবেন না: মমতা
CM Mamata Banerjee

Cyclone Fani: ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় আজ থেকে সোমবার ৬ মে পর্যন্ত কলকাতা পুলিশে অষ্টপ্রহর চালু থাকছে বিশেষ কন্ট্রোল রুম।

  • Share this:

#খড়গপুর: ফণীর জেরে আজ অর্থাত্‍‌ শুক্রবার ও আগামিকাল শনিবার নির্ধারিত সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ খড়গপুরেই থাকছেন তিনি৷ নজর রাখছেন পরিস্থিতির দিকে৷ ফণী বিপর্যয় ঠেকাতে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন প্রশাসনের কর্তাদের৷

News18Bangla-কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, '৪মে পর্যন্ত ঝড়ের তাণ্ডব চলবে৷ রাতভর নজরদারি চালাবে সরকার৷ পর্যাপ্ত ত্রাণ মজুত আছে৷ পরিস্থিরি দিকে নজর রাখছি৷'

তিনি বলেন, 'এটি একটি প্রাকৃতিক দুর্যোগ৷ ভীষণ ঝোড়ো হাওয়া বইছে৷ কাঁচা বাড়িতে থাকবেন না৷ নিরাপদ জায়গায় আশ্রয় নিন৷ ৪ মে পর্যন্ত ঝড়ের তাণ্ডব চলবে৷ প্রশাসন ২৪ ঘণ্টা নজরদারি করছে৷ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না৷ দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে কাজ করুন৷ মেদিনীপুর থেকে সব দিকে নজর রাখছি৷ কলকাতায় মেয়র সতর্ক রয়েছেন৷'

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় আজ থেকে সোমবার ৬ মে পর্যন্ত কলকাতা পুলিশে অষ্টপ্রহর চালু থাকছে বিশেষ কন্ট্রোল রুম। দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। সঙ্গে থাকবেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল বিভাগ এবং অন্যান্য সরকারি পরিষেবা সংস্থাগুলির পদস্থ আধিকারিকরা। তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে।

রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তরফে যথাসাধ্য প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোন পরিস্থিতির মোকাবিলার। পশ্চিমবঙ্গে ৯০-১০০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস৷ সেই সঙ্গেই ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য৷ পশ্চিমবঙ্গ থেকে শনিবার সন্ধেয় বাংলাদেশে ঢুকবে ফণী৷ বাংলাদেশে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে৷

First published: May 3, 2019, 3:14 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर