হাওড়া: এবার দুয়ারে প্রাণী চিকিৎসা ব্যবস্থা। বর্তমান সরকার রাজ্যবাসীর সুবিধার জন্য যেমন বিভিন্ন প্রকল্প চালু করেছেন। সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে কোন প্রকল্প থেকে বাদ না পড়েন সেই দিকে গুরুত্ব দিয়ে চালু করেছেন দুয়ারে সরকার শিবির। এই শিবিরের মাধ্যমে সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা মানুষ পাড়ায় বা দুয়ারে বসে পাচ্ছেন। মানুষ খুব সহজে পরিষেবার সুবিধা উপভোগ করছেন। এবার দুয়ারে গৃহপালিত পশুর চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
রাজ্য সরকার সাধারণ মানুষকে স্বনির্ভর হতে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তার মধ্যে অন্যতম হল পশুপালন। বহু মানুষ অভাব দূর করতে বা স্বনির্ভর হতে পশুপালন শুরু করেছেন। গৃহপালিত পশুর শরীর খারাপ হলে অনেক সময় অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। আবার যারা দীর্ঘদিন ধরে গরু,ছাগল, হাঁস,মুরগি সহ নানা পশুপালন করেন। তাদেরও সমস্যা দেখা দেয় পশুর অসুখ হলে।
গৃহপালিত পশুর শারীরিক সমস্যা হলে অনেক সময় পালিত প্রাণীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে দারুন সমস্যায় পড়তে হয় তাঁদের। এবার সেই সমস্যারও সমাধান হল। বৃহস্পতিবার হাওড়ায় সরকারি কর্মসূচিতে এসে মাননীয়া মুখ্যমন্ত্রী জানালেন, গৃহপালিত পশু চিকিৎসার জন্য দুয়ারে চিকিৎসা ব্যবস্থার কথা। সমস্ত জেলাতেই এই সুবিধা পাওয়া যাবে।
এর ফলে সাধারণ মানুষ রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছে। এক সময় অভিযোগ ছিল সরকারি দফতরের একটি কাজে একাধিকবার যাবার পর সুবিধা মিলত। সরকারি সুবিধা পেতে রীতিমত হন্যে হয়ে ঘুরতে হত। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্যার সমাধান করেছেন অনেক অংশেই।
RAKESH MAITY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Howrah, Howrah news