#বর্ধমান: শিয়রে পঞ্চায়েত নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলার গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না ৷ মঙ্গলবার পূর্ব বর্ধমানের গুসকরায় এবং হুগলির গুড়াপের প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে ঠিক এই ভাষাতেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গুসকরার পাশাপাশি হুগলির গুড়াপেও আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে আইসি ও বিডিওদের মধ্যে সমন্বয়ের কথাও বলেছেন।
হুগলি জেলে বসেই সক্রিয় মাফিয়ারা। সংশোধনাগারে জেলবন্দিদের তাণ্ডবের খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর কাছে ৷ সেই কারণে এই পুলিশকে আগেভাগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানে বিডিও-আইসিদের মধ্যেও সমন্বয়ে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অপরদিকে, রাস্তা নির্মাণে পূর্ত দফতরের গড়িমসিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।