corona virus btn
corona virus btn
Loading

যত খুশি জামা পাওয়া যাবে, তাও আবার বিনামূল্যে! পুজোর আগে এমনই অভিনব অফার

যত খুশি জামা পাওয়া যাবে, তাও আবার বিনামূল্যে! পুজোর আগে এমনই অভিনব অফার

প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পল্লীমঙ্গল সমিতির ক্লাবঘরে বসছে এক অন্য বাজার।

  • Share this:

#বর্ধমান: দানে পাওয়া অপছন্দ নয়। হরেক রং ও ডিজাইনের মধ্যে নিজের পছন্দে কুর্তি, টিশার্ট, জিন্স কিংবা শাড়ি পছন্দের সুযোগ। তাও একেবারে বিনামূল্যে। পূর্ব বর্ধমানের পাল্লারোডের পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে তৈরি অভিনব বাজারে এলাকার দুঃস্থদের পুজোর আনন্দ দ্বিগুণ।

কথায় বলে, আপ রুচি খানা। পর রুচি পহেননা। আক্ষরিক অর্থেই অন্যের পছন্দ-ই ভরসা ওদের। এবার একটু স্বাদ-বদল। পুজোর আগে নিজে পছন্দের জামাকাপড় বাছাইয়ের সুযোগ পাচ্ছেন পূর্ব বর্ধমানের পাল্লারোডের দুঃস্থ বাসিন্দারা। তাও এক্কেবারে বিনামূল্যে। প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পল্লীমঙ্গল সমিতির ক্লাবঘরে বসছে এক অন্য বাজার।

কেউ পরিচারক। কেউ দিনমজুর। কেউ নেহাতই অনাথ। তাঁদের কথা মাথায় রেখেই পুজোর আগে বিনা পয়সার বাজার খোলার উদ্যোগ ক্লাব সদস্যদের।

কেউ দিচ্ছেন পুরোন পোশাক। লন্ড্রি হয়ে, নতুন চেহারায় সেগুলি বিলি হচ্ছে হাতে হাতে। অনেকে নতুন পোশাকও দিচ্ছেন।

একজনের জন্য বরাদ্দ দুটো করে সেট। হাতে নিয়ে , রং ও ডিজাইন পছন্দের সুযোগ। সামান্য এইটুকুতেই ওঁদের পরনে হাজার ওয়াটের হাসি।

পুজোর সময়ে ঠাকুর দেখতে বেরিয়ে আর শুকনো মুখ নয় । বহু বছর পর এবার যেন সত্যি পুজো এল পূর্ব বর্ধমানের পাল্লারোডের আনাচে-কানাচে।

First published: September 19, 2019, 9:15 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर