প্রেমের সম্পর্ক মানতে পারেনি মা, অভিমানে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী

Photo : News 18 Bangla

Photo : News 18 Bangla

  • Last Updated :
  • Share this:

    #শ্রীরামপুর: টিউশনে পড়তে গিয়ে আলাপ ৷ এরপরই আসতে আসতে গড়ে ওঠে গভীর সম্পর্ক ৷ সেই নিয়েই বাড়িতে শুরু হয় সমস্যা ৷ মা বাবার সঙ্গে প্রেমিককে নিয়ে তুমুল অশান্তি শুরু হয় ৷ অবশেষে, অভিমানে আত্মহত্যার পথই বেছে নিলেন অষ্টম শ্রেণীর ছাত্রী ৷

    ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার ভঞ্জিপুরের সৈতা গ্রামে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ আত্মঘাতী ছাত্রী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ৷ মেয়েকে ফ্যানের সিলিং থেকে ঝুলতে দেখেই ছুটে আসে মা ৷ এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ৷

    পুলিশের প্রাথমিক অনুমান, প্রনয় ঘটিত কারণেই দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে অশান্তি হচ্ছিল ছাত্রীটির ৷ বাড়িতে কিছুতেই মানছিল না তাদের সম্পর্ক ৷ সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় মেয়েটি ৷

    এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে ওই ছাত্রীর মৃতদেহ ৷

    First published:

    Tags: Suicide, Tarakeswar