#দক্ষিণবঙ্গ: গতকাল পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দিকে দিকে হিংসার ঘটনা ঘটেছে ৷ প্রাণ গিয়েছে ১৭জনের ৷ এ নিয়ে শাসক-বিরোধী তরজা চলছে ৷ তবে ভোট থামলেও অশান্তির রেশ চলেছেই ৷ সন্ত্রাস থামার নামই যেন নিচ্ছে না ৷ ভোটের পরের দিন অশান্তি চলছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং মন্দিরবাজারে ৷
আরও পড়ুন ভোট গ্রহণ পর্বের পরও রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুর
বাসন্তী থানা এলাকার লেবুখালি গ্রামে নির্দল ও তৃণমূলের ২ গোষ্ঠির মধ্যে সংঘর্ষ বাধে ৷ বোমার আঘাতে আহত হয়েছেন মোসলেম গাজি ৷ বোমার আঘাতে বাঁ হাতে দুটি আঙুলে কার্যত উড়ে গিয়েছে তার ৷ আহত হয়েছেন সারিফুল গাজি ও আরাফত মোল্লাও ৷ সারিফুলে পেটে ও আরাফতের হাতে গুলি লাগে ৷ হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই ৷ এলাকার পরিস্থিতি উত্তপ্ত ৷ মোতায়ন করা হয়েছে প্রচুর পুলিশ ৷
আরও পড়ুন ক্যানিংয়ে কোপানো হল নির্দল সমর্থককে, অভিযোগের তির তৃণমূলের দিকে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮