হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বউকে আনতে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে, লিচু গাছে উদ্ধার যুবকের দেহ!

Murder: বউকে আনতে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে, লিচু গাছে উদ্ধার যুবকের দেহ!

মৃতদেহ উদ্ধার শ্বশুরবাড়ির সামনে থেকে

মৃতদেহ উদ্ধার শ্বশুরবাড়ির সামনে থেকে

Murder: যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

  • Last Updated :
  • Share this:

বৈষ্ণবনগর: শ্বশুর বাড়ির কাছেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। আর এই ঘটনায় ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মালদহের বৈষ্ণবনগরের বেদরাবাদ এলাকার ঘটনা। মৃত যুবকের নাম মদন চৌধুরী(৩৫)। তিনি পেশায় ছিলেন একজন গাড়ির খালাসী। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ ।

স্থানীয় সূত্রে খবর, ছয় বছর আগে কালিয়াচক থানার মধুঘাটের বাসিন্দা মদন চৌধুরীর বিয়ে হয় বৈষ্ণবনগর থানার বেদরাবাদ জেলেপাড়ার দীপা চৌধুরীর সঙ্গে। তাঁদের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে দীপা চৌধুরী তাঁর কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেদরাবাদ জেলেপাড়া চলে আসে। দিনকয়েক আগে মদন কন্যা সন্তানকে নিজের বাড়িতে নিয়ে আসে।

মৃতের আত্মীয়দের দাবি, গত মঙ্গলবার দীপা চৌধুরী তার স্বামীর বাড়ি ফিরে যাওয়ার জন্য স্বামীকে ফোন করে ডাকে বেদরাবাদ। ফোন পাওয়ার পর মদন চৌধুরী তাঁর কন্যা সন্তানকে নিয়ে বউকে শ্বশুর বাড়ি নিতে যায়। কিন্তু, বৃহস্পতিবার ভোরে বেদরাবাদ জেলেপাড়া লিচু গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ পাওয়া যায় ওই যুবকের।

মৃতের আত্মীয়দের অভিযোগ, এটা আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃত যুবকের পরিবারের তরফ থেকে স্ত্রী সহ পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় বৈষ্ণবনগর থানায়। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Published by:Suman Biswas
First published:

Tags: Murder