বৈষ্ণবনগর: শ্বশুর বাড়ির কাছেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। আর এই ঘটনায় ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মালদহের বৈষ্ণবনগরের বেদরাবাদ এলাকার ঘটনা। মৃত যুবকের নাম মদন চৌধুরী(৩৫)। তিনি পেশায় ছিলেন একজন গাড়ির খালাসী। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ ।
মৃতের আত্মীয়দের দাবি, গত মঙ্গলবার দীপা চৌধুরী তার স্বামীর বাড়ি ফিরে যাওয়ার জন্য স্বামীকে ফোন করে ডাকে বেদরাবাদ। ফোন পাওয়ার পর মদন চৌধুরী তাঁর কন্যা সন্তানকে নিয়ে বউকে শ্বশুর বাড়ি নিতে যায়। কিন্তু, বৃহস্পতিবার ভোরে বেদরাবাদ জেলেপাড়া লিচু গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ পাওয়া যায় ওই যুবকের।
মৃতের আত্মীয়দের অভিযোগ, এটা আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃত যুবকের পরিবারের তরফ থেকে স্ত্রী সহ পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় বৈষ্ণবনগর থানায়। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder