চোপড়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল, গুলিবিদ্ধ হয়ে মৃত দুইজনের, জখম বেশ কয়েকজন। তৃণমূলের প্রার্থী বাছাই কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল চোপড়া । পঞ্চায়েতে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল আর চলল গুলি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দীঘাবানা এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। মৃতের নাম ফয়জুল রহমান(৫৪) ও হাসু মহম্মদ (৪৫)। ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TMC