হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আধার-রেশন সংযুক্তিকরণের লাইনে হাতে কামড়! মারাত্মক অভিযোগ কাঁকসায়

Bangla News: আধার-রেশন সংযুক্তিকরণের লাইনে হাতে কামড়! মারাত্মক অভিযোগ কাঁকসায়!

মারাত্মক ঘটনা বর্ধমানে (প্রতীকী ছবি)

মারাত্মক ঘটনা বর্ধমানে (প্রতীকী ছবি)

Bangla News: কাঁকসার শিবপুর স্বাস্থ্যকেন্দ্রে বুধবার সকাল থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ কাজ চলছিল।

  • Last Updated :
  • Share this:

#বর্ধমান: রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ , হাতে কামড়, আহত ২। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শিবপুর স্বাস্থ্যকেন্দ্রে বুধবার সকাল থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ কাজ চলছিল। ভোর থেকে বিদবিহারের ইটেডাঙার বাসিন্দারা লাইনে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন: 'শুনে নিন...', ফের বিস্ফোরক তথাগত রায়! হারের ক্ষতের মাঝেই বড় বিড়ম্বনা BJP-র

আরও পড়ুন: হাইকোর্টে বহাল সুপ্রিম কোর্টের নির্দেশ, বাংলার বাজিপ্রেমীদের জন্য বড় সুখবর

দুপুরে জাঠগড়িয়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা এসে বলপূর্বক তাঁদের রেশনের সঙ্গে আধার সংযুক্ত করতে গেলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো মানুষ প্রতিবাদ করে। জাঠগড়িয়ার বাসিন্দারা, যারা প্রতিবাদ করে তাঁদের ওপরে এলোপাথাড়ি আক্রমণ করে। এক যুবকের হাতেও কামড়ে দেয়, একজনকে বেধড়ক মারে। গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি তাঁরা।

আরও পড়ুন: 'পিছন থেকে ছুরির জবাব', BJP-র কাটা ঘায়ে নুনের ছিটে বাবুল সুপ্রিয়র! করলেন ভবিষ্যদ্বাণীও

মহিলাদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাঠগড়িয়ার বাসিন্দা সেখ হাসিবুলের নেতৃত্বে এই আক্রমণ হয় বলেও অভিযোগ। এলাকাবাসীরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে মলানদিঘী ফাঁড়ির পুলিশ আসে। তারপর পঞ্চায়েত ঘেরাও করে ইটেডাঙ্গার বাসিন্দারা দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে। কাঁকসা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Bardhaman