#ভগবানপুর: এক ব্যক্তির বাড়িতে রাত দুপুরে পুলিশি অভিযান চলাকালীন বিদ্যুতপৃষ্ট হয়ে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল ভগবানপুরে৷
ঘটনা ভগবানপুরের দ্বারিমারা গ্রামের। বিদ্যুতপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার। ঠিক কি কারনে অভিযান চালিয়েছিল পুলিশ তা এখনও জানা যায়নি। তবে জানা গেছে, অভিযানের সময়ই অভিযুক্তের বাড়ির ছাদে উঠেছিলো পুলিশ। ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার মাথায় লেগে বিদ্যুতপৃষ্ট হয় ওই সিভিক ভলেন্টিয়ার। ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুরো এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। রাত দুপুরেই ভগবানপুর থানায় গিয়েও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।
আরও পড়ুন - Job Vacancy: ভারতীয় সেনাবাহিনীতে প্রচুর পদে ভ্যাকেন্সি, বেতন হতে পারে ১,৭৭,৫০০ টাকাও
চোলাই কারবারের বিরুদ্ধে পুলিশি অভিযান চালাতে গিয়েই মৃত্যু হয়েছে সিভিক ভলেন্টিয়ার সুব্রত করের। চোলাই কারবারির বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া ইলেক্ট্রিকের হাইটেনশন লাইনের তারে লেগেই সিভিকের মৃত্যু হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন। রাত দুপুরে চোলাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযানে কেন সিভিক ভলেন্টিয়ারকে পাঠানো হলো তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। সঠিক তদন্তের দাবি করেছেন মৃতের পরিবার।
Sujit Bhoumik
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Civic volunteer, Purba medinipur