corona virus btn
corona virus btn
Loading

চুঁচুড়া শুটআউটে দুষ্কৃতী হাতকাটা মুন্নাকে খুনের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

চুঁচুড়া শুটআউটে দুষ্কৃতী হাতকাটা মুন্নাকে খুনের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
representative image
  • Share this:

#চুঁচুড়া: চুঁচুড়া বড়বাজারে আজাদ হিন্দ ক্লাবের সামনে খুন হন প্রবীর হেলা ওরফে হাতকাটা মুন্না। সেই অভিযোগে গতকাল রাতে গ্রেফতার করা হয় সন্দীপ সর্দারকে। স্থানীয় এলাকায় সন্দীপ হোগলা নামে পরিচিত, চুঁচুড়া থানাতেই সিভিক ভলেন্টিয়ারের কাজ করে। গত শনিবার গ্যাংওয়ারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মুন্নার। মঙ্গলবার গ্রেফতার হয় এই খুনের ঘটনায় আরেক অভিযুক্ত সম্রাট ঘোষ ওরফে খ্যাঁক-কে। ধৃত দুজনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

চুঁচুড়ার বড়বাজারে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুষ্কৃতী হাতকাটা মুন্নার। শনিবার রাতে বড়বাজারের আজাদ হিন্দ ক্লাবের সামনে গুলির লড়াইয়ে মৃত্যু হয় মুন্নার। স্থানীয় সূত্র জানা যায়, আজাদ হিন্দ ক্লাবের সামনে কিছু দুষ্কৃতীরা জড়ো হয়েছিল এবং তাদের মধ্যে হঠাৎ গন্ডগোল বেধে যায়। তার পরেই চলে গুলি। দুটি গুলি লাগে দুষ্কৃতী হাতকাটা মুন্নার। তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। উল্লেখ্য,বেশ কয়েকবছর এলাকাছাড়া ছিল সে। শনিবার রাতেই এলাকায় ঢোকে। ঘটনাস্থল থেকে দু'টি কার্তুজের খোল উদ্ধার করেছে চুঁচুড়া থানার পুলিশ। পুলিসের প্রাথমিক ধারনা গ্যাং ওয়ারেই মারা গিয়েছে হাতকাটা মুন্না।

First published: June 27, 2019, 7:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर