হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ঠগ বাছতে গা উজাড়! অনিমেষের মতো আরও ভুয়ো শিক্ষকের খোঁজ, ফের স্কুলে হানা সিআইডির

Murshidabad News: ঠগ বাছতে গা উজাড়! অনিমেষের মতো আরও ভুয়ো শিক্ষকের খোঁজ, ফের স্কুলে হানা সিআইডি-র

সুতির স্কুলে সিআইডি আধিকারিকরা।

সুতির স্কুলে সিআইডি আধিকারিকরা।

সোমবার সুতির গোঠা এ আর হাইস্কুলে প্রায় ২২জন শিক্ষককে জেরা করার জন্য ডাকা হয়।

  • Share this:

বহরমপুর: ভুয়ো শিক্ষক কাণ্ডের তদন্তে সোমবার মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুলে এলো সিআইডি। শুধু অনিমেষ তেওয়ারি নয়, অনিমেষ তেওয়ারির মতো আরও অনেক ভুয়ো শিক্ষক রয়েছে বলেই মনে করছেন সিআইডি আধিকারিকরা।

সোমবার সুতির গোঠা এ আর হাইস্কুলে প্রায় ২২জন শিক্ষককে জেরা করার জন্য ডাকা হয়। এ শিক্ষকদের অধিকাংশই ২০১৯-এর পর নিয়োগপত্র পেয়েছেন। অন্যের নিয়োগপত্র নকল করে সুতির এই স্কুলেই শিক্ষকতা করছিলেন প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তেওয়ারি। এই ভুয়ো শিক্ষকের তদন্তে সিআইডি-র ৬জনের প্রতিনিধির দল স্কুলে আসেন। প্রায় দশ ঘণ্টা স্কুলে ছিলেন সিআইডি আধিকারিকরা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়! এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 'স্ক্যানারে' এক অভিনেতা! কে তিনি?

অন্যের নিয়োগপত্র নকল করে গত তিন বছর ধরে মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুলে শিক্ষকতা করছিলেন প্রধান শিক্ষক আশিস তেওয়ারির পুত্র অনিমেষ তেওয়ারি। এই ভুয়ো শিক্ষক কাণ্ডের তদন্তে এর আগে বহরমপুরের শিক্ষাভবনে হানা দেয় সিআইডি। এবার গোঠা এ আর হাইস্কুলে এল সিআইডি-র ৬জনের প্রতিনিধির দল।

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য! দুর্নীতি চলছেই, ২০২২ টেট-র OMR শিটের ফোটোকপিও মিলল কুন্তলের ফ্ল্যাটে

শুধু অনিমেষ তেওয়ারি নয়, অনিমেষ তেওয়ারির মতো আরও অনেক ভুয়ো শিক্ষক রয়েছে বলেই মনে করছেন সিআইডি আধিকারিকরা।  এদিন স্কুলের সমস্ত শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকেরা। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। জানা গিয়েছে, যে সব শিক্ষক স্কুল থেকে বদলি নিয়ে চলে গিয়েছেন তাঁদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

শিক্ষকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সোমবার বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছেন সিআইডি কর্তারা। যার মধ্যে রয়েছে ২০১৯ সালে ওই স্কুলের জন্য ২১ জন শিক্ষকপদের নিয়োগ সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো একাধিক নথি।

সিআইডি সূত্রে খবর, ওই স্কুলে ২১ জন শিক্ষক নিয়োগের জন্য পর্ষদের অনুমোদন ছিল। কিন্তু সেই নিয়োগের সময় কৌশলে হেডমাস্টার নিজের ছেলের নাম তালিকায় ঢুকিয়ে দেন। ডিআই অফিসের কয়েকজন কর্তাকে সঙ্গে নিয়েই ছেলে অনিমেষের চাকরির বন্দোবস্ত করেছিলেন হেডমাস্টার আশিস তিওয়ারি, দাবি সিআইডির। এই দুর্নীতির সঙ্গে স্কুলের পুরোনো শিক্ষকদের একাংশের যোগ রয়েছে বলেও দাবি সিআইডি-র।

যদিও স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি ঘটনার পরেই গা ঢাকা দিয়েছেন। আর যে সমস্ত শিক্ষকদের ডাকা হয়েছে তাঁরা সি আই ডি আধিকারিকদের জেরাতে সহযোগিতা করছেন না বলেই সিআইডি সূত্রে খবর। স্কুল পরিচালন সমিতির সভাপতি সানোয়ার হোসেন বলেন, সিআইডি আধিকারিকেরা তদন্ত করছেন। আমরাও চাই আসল তথ্য উঠে আসুক।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CID, Murshidabad, School