ARPITA HAZRA
#কলকাতা: টিটাগড়ে বিজেপি দাপুটে নেতা মনীশ শুক্ল খুনের ঘটনায় শুক্রবার চার্জশিট পেশ করল সিআইডি | ঘটনার ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ হল ব্যারাকপুর আদালতে | চার্জশিটে নাম রয়েছে দশ অভিযুক্তের | সিআইডি সূত্রের খবর, নাম রয়েছে খুনের মূল চক্রান্তকারী নাসির আলি মণ্ডল( বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল), পঞ্জাব থেকে ধৃত শার্প শুটার সুজিত রাই, রোশান কুমার, এ ছাড়া মহম্মদ খুররাম খান, গুলাব আলি শেখ, সুবোধ রায় ,গুলাব, পবন রায়, অমর যাদব, রা জা রায়ের | চার্জশিটে ধৃতদের বিরুদ্ধে, ৩০২(খুন ), ৩৪(একসঙ্গে মিলে সংগঠিত অপরাধ), ১২০বি(ষড়যন্ত্র), ২১২(হারবারিং অফেন্ডার অর্থাৎ অফেন্ডারদের আশ্রয় দান), ২০১( প্রমাণ লোপাট), ২৫/২৭(অস্ত্র আইন) মামলা রুজু হয়েছে |
সিআইডি সূত্রের খবর, এ ছাড়া বাকি বারো জনকে সন্দেহভাজন হিসাবে দেখানো হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমনটাই উল্লেখ রয়েছে চার্জশিটে | দুই নেতার নাম প্রত্যক্ষভাবে উল্লেখ নেই ঠিকই, তবে ওই দুই বিদায়ী পুরোপ্রশাসকদের নাম সন্দেহভাজন হিসাবে ও এদের বিরুদ্ধে তদন্ত চলছে তার উল্লেখ চার্জশিটে| তদন্তে এদের জড়িত থাকার ভূমিকা প্রমাণিত হলে তখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে বলে সিআইডি সূত্রের খবর | চার্জশিটে বারো জন সন্দেহভাজন হিসাবে নাম রয়েছে। এদের মধ্যে রয়েছে বিদায়ী ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস, বিদায়ী টিটাগড়ের চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, এ ছাড়া নাম রয়েছে ভোলা, রাজেন্দ্র যাদব-সহ একাধিকজনের |
শুক্রবার সিআইডি একটি টিম যায় ব্যারাকপুর আদালতে | এরপর বিকেল চারটে কুড়ি মিনিটে ব্যারাকপুর এসিজমের কাছে চার্জশিট পেশ করে সিআইডি | প্রসঙ্গত, গত ৪ অক্টোবর টিটাগড়ে বিজেপি দাপুটে নেতা পার্টি অফিসের কাছেই মনীষ শুক্লকে গুলিতে ঝাঁঝরা করে দুষ্কৃতিরা | খুন হন মনীষ শুক্ল | সেই ঘটনায় এ বার চার্জশিট পেশ করল সিআইডি |