#মুর্শিদাবাদ: পর্যটকদের ভিড়ে জমজমাট নবাবের জেলা মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস, মোতিঝিল পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলি (Murshidabad News)। পরিবার পরিজনের সাথে ঘুরতে এসে খুশি খুদে থেকে বড় সকলেই। দীর্ঘ লকডাউন কাটিয়ে আনন্দ উল্লাসে কোন খামতিই রাখতে তৈরি নয় ভ্রমন পিপাসুরা, তবে অবশ্যই করোনা বিধি বজায় রেখে।
শেষ হতে চলেছে ২০২১, আসছে নতুন বছর(Murshidabad News)। সামনেই ২৫শে ডিসেম্বর বড়দিন। বর্ষবরণে চুটিয়ে আনন্দ উপভোগ করতে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট নবাবের জেলা মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস, মোতিঝিল পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থান। হালকা শীতের রোদ গায়ে মেখে সকাল থেকেই পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে লালবাগের হাজারদুয়ারী প্যালেস।
পরিবার পরিজনের(Murshidabad News) সাথে ঘুরতে এসে খুশি খুদে থেকে বড় সকলেই। মালদা থেকে হাজারদুয়ারী প্যালেস ঘুরতে এসে খুশি ছোট মেধা লালা। ইতিহাসের বইয়ের পাতায় পড়া হাজারদুয়ারী প্যালেস চোখের সামনে দেখতে পেয়ে খুব খুশি সে। পরিবারের সকলের সাথে মুর্শিদাবাদের সমস্ত ঐতিহাসিক স্থানগুলি দেখে খুশি সোমা লালা। দমদম থেকে দেবু মাইতি সকাল সকাল হাজারদুয়ারী প্যালেস ঘুরে দেখলেন। তবে আগামী দিনে ফের হাজারদুয়ারী আসার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
আরও পড়ুন: এক অঙ্গে দুই ভাই! সরকারি চাকরি পেয়ে নজির গড়ল বিশেষভাবে সক্ষম সোহনা-মোহনা!
মুর্শিদাবাদে(Murshidabad News) যখনই আসেন মনে হয় সব কিছু নতুনের মতো এমনটাই জানালেন পর্যটক অশোক নায়ের। জগৎ শেঠের বাড়ি, রাজা দেবী সিংয়ের বাড়ি, কাঠগোলা বাগান, মির্জাফরের বাড়ি, জীবন্ত কবরস্থান এই সমস্ত কিছু ঘুরে দেখে খুশি তিনি। মুর্শিদাবাদের পর্যটন শিল্পের সাথে যুক্ত রয়েছে গাইড, টাঙ্গা চালক, হোটেল ব্যাবসায়ী সহ কয়েক হাজার মানুষ। গত বছর করোনা আবহে পর্যটনের ভরা মরসুমে পর্যটক না থাকায় ব্যাপক খতিয়ে মুখে পড়ে পর্যটন শিল্পের সাথে যুক্ত মানুষেরা। তবে এই বছর শীত পড়তেই হাজারদুয়ারী প্যালেস সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ভিড় জমতেই রুজি রোজগারের আশায় বুক বাঁধছে তারা। তবে সকলকেই মানতে হচ্ছে করোনা বিধি। ওমিক্রনের কথা রাখতে হচ্ছে মাথায়।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas 2021, Murshidabad