#বর্ধমান: ভোটারদের চোখে লঙ্কার গুঁড়ো উড়িয়ে ভোট বন্ধ করার চেষ্টা। পূর্ব বর্ধমানের কালনার কাখুরিয়ায় উত্তেজনা। ১৪ নম্বর বুথে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। লাঠি চালিয়ে অভিযুক্তদের সরিয়ে দেয় পুলিশ।
আরও পড়ুন: LIVE: রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১২.২%
সব জটিলতা কাটিয়ে রাজ্যে আজ পঞ্চায়েত ভোট। কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে দক্ষিণবঙ্গের ১৪ জেলায়। জেলা ভাগ হওয়ার পর প্রথমবার ভোট হবে দুই বর্ধমানে।
আরও পড়ুন: নাটাবাড়ির লটকারপুরে ‘ মন্ত্রীর দাদাগিরি’, বিজেপি এজেন্টকে চড় রবীন্দ্রনাথ ঘোষের
এদিন এক দফায় রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েত নির্বাচন ৷ ভোটের দামামা বেজে ওঠার পর থেকেই উত্তপ্ত রাজ্য ৷ প্রায় প্রতিদিনই উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলা থেকেই আসছে সংঘর্ষ, হামলা, বোমাবাজি, প্রাণহানির খবর ৷ ভোটের দিনেও তার ব্যতিক্রম হল না ৷ কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ পর্ব শুরু হলেও হিংসার খবরে বিরাম নেই কোনও ৷
আরও পড়ুন: ধারাল অস্ত্র নিয়ে মুর্শিদাবাদে বুথ দখল দুষ্কৃতীদের, প্রাণ ভয়ে বুথ ছেড়ে পালাচ্ছেন ভোটাররা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮