#বীরভূম: বীরভূম "পথ প্রদর্শক" সমাজসেবী সংস্থার উদ্যোগে বিগত ৩৬ দিন ধরে চলছে মানুষকে সচেতন করার কাজ। বিভিন্ন ওয়ার্ড, পঞ্চায়েতে গিয়ে গিয়ে তারা মানুষকে বোঝাচ্ছেন করোনা ভাইরাসে কী কী করনীয়। জেলার নিভিন্ন এলাকার মানুষের হুস ফিরছে না এখনও।
সংস্থার পক্ষ থেকে দুই ক্ষুদে শিল্পী চতুর্থ শ্রেণীর আর্য্য সিংহ ও প্রথম শ্রেণীর মধুস্মিতা ব্যানার্জ্জী তাদের গানের মধ্য দিয়ে সচেতনতার পাঠ দিল বোলপুরের চৌরাস্তা ও চিত্রা মোড়ে। তারপর আহমোদপরের সদস্যদের উদ্যোগেও বড়কালীতলা মোড়ে। তাদের গানের মধ্যেই সকলকে অনুরোধ করা হল বাড়িতে থাকতে, সঙ্গে লকডাউন মেনে চলতে। এছাড়াও বাজারে থাকা মানুষ ও বিক্রেতাদের মুখে মাক্স ও সামাজিক দূরত্বতা বজায় রাখার অনুরোধ করেন।
সংস্থার পক্ষ থেকে জেলা জুড়েই ৩৬ দিন ধরেই সমাজের অসহায় দরিদ্র মানুষদের নিত্য দিনের খাবার পৌঁছে দিচ্ছে তারা। তার মধ্যে এই সচেতনতা পাঠ বাচ্চাদের নিয়ে - যদি বড়রা একটু সাবধান হয় তো। সংস্থার পক্ষ কর্মকর্তারা জানিয়েছে, 'মানুষকে সচেতন করা ও তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা জেলা জুড়েই বিভিন্ন কর্মসূচি নিয়েছি, যা সমস্ত জায়গার সদস্যরা কার্যকর করছে।'
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Corona awareness, Coronavirus, COVID-19