Home /News /south-bengal /

শিশু 'দুষ্ট‌ুমি'র শাস্তি! ঠাকুমার বেধড়ক মারে হাসপাতালে নাতি

শিশু 'দুষ্ট‌ুমি'র শাস্তি! ঠাকুমার বেধড়ক মারে হাসপাতালে নাতি

Representative Image

Representative Image

খাবার দেওয়া তো দূর অস্ত, তালা বন্ধ করে নাতিকে অন্ধকারেই রেখে দেয় বৃদ্ধা৷ শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না৷ পরে তাঁরা ফিরে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না৷ গ্রামবাসীরা শেষমেষ তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে৷

 • Share this:

  #শান্তিপুর: মা-বাবা কাজে বেরিয়ে গেলে ঠাকুমার কাছেই থাকত সে৷ কিন্তু শুক্রবার রাতে আদরের ঠাকুমার কাছেই যে দুঃসময় অপেক্ষা করছিল, ভাবতেও পারেনি শিশুটি৷ নাতির দুষ্ট‌ুমি থামাতে ভয়াবহ শাস্তি দিল ঠাকুমা৷ ঝাঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে তারপর দড়ি দিয়ে বেঁধে ঘরে তালা বন্ধ করে দিলেন৷ শান্তিপুরের আরবান্দি আমতলাগ্রামের ঘটনা৷

  খাবার দেওয়া তো দূর অস্ত, তালা বন্ধ করে নাতিকে অন্ধকারেই রেখে দেয় বৃদ্ধা৷ শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না৷ পরে তাঁরা ফিরে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না৷ গ্রামবাসীরা শেষমেষ তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে৷ গুরুতর আহত ও ভীত অবস্থায় শিশুটিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বৃদ্ধা৷

  First published:

  Tags: Child Abuse, Grandmother, West bengal

  পরবর্তী খবর