Home /News /south-bengal /
ভিডিও গেম খেলতে খেলতে খাওয়া, গলায় মাংস আটকে মৃত্য কিশোরের

ভিডিও গেম খেলতে খেলতে খাওয়া, গলায় মাংস আটকে মৃত্য কিশোরের

 • Share this:

  #দুর্গাপুর: ভিডিও গেম খেলার সময় অসাবধানতাবশত মাংস খেতে গিয়ে সেই মাংস গলায় আটকে মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গোপালনগর থানার শুল্কা দুর্গাপুর এলাকায় ৷

  মৃত ছাত্রের নাম ইলিয়াস মন্ডল ৷ জানা গিয়েছে গোপালনগর থানার চামটা এলাকায় বাড়ি মৃত ইলিয়াস বরাবরই মেধাবী ছাত্র ছিল ৷ একটি অনুষ্ঠান উপলক্ষে রবিবার কাকার বাড়িতে আসে ইলিয়াস ৷ মাংস বরাবরই প্রিয় ছিল ইলিয়াসের ৷ সে কারণে রাতে মাংস রান্নার সময় মা দু’টুকরো মাংস এনে দিয়েছিল ইলিয়াসকে ৷ সেস সময় ভিডিও গেম খেলায় ব্যস্ত ছিল ইলিয়াস ৷

  জানা গিয়েছে অসাবধানতাবশত সেই মাংস মুখে পুরতেই হঠাৎ হেঁচকি ওঠে এবং শ্বাসনালিতে আটকে যায় মাংসের টুকরো ৷ অবস্থা বেগতিক বুঝে রাতেই তাকে নিয়ে আসা হয় বনগাঁ হাসপাতালে, সেখানে আনার কিছু সময়ের মধ্যে মৃত্যু হয় ইলিয়াসের ৷ ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে ৷

  First published:

  Tags: Child death

  পরবর্তী খবর