Home /News /south-bengal /
৪ শিশুর গায়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল, ১জনের মৃত্যু, বাকিরা হাসপাতালে

৪ শিশুর গায়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল, ১জনের মৃত্যু, বাকিরা হাসপাতালে

Representative Image

Representative Image

টিটাগর স্টেশনের পাশে ৪ নম্বর প্ল্যাটফর্মের ধারে রেল কোয়ার্টারের ঘটনা৷

  • Share this:

#টিটাগর: শুক্রবার সকাল ৮টা৷ হঠাৎ টিটাগর স্টেশনের পাশে ৪ নম্বর প্ল্যাটফর্মের ধারে রেল কোয়ার্টারের প্রাচীর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল৷ পুরনো রেল কোয়ার্টার, তাই কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল বাড়িগুলি৷ তবে এভাবে ভেঙে পড়বে, কেউ ভাবতে পারেননি৷

সেই প্রাচীরের পাশেই ঘর বানিয়ে থাকতেন কিছু মানুষ। যেই সময় ভেঙে পড়ে বাড়ির পাঁচিল, তখন সেখানে উপস্থিত ছিল ৪টে শিশু৷ দেড় বছরের এক শিশুর ওপর পাঁচিলের অংশ ভেঙে গুরুতর আহত হয় শিশুটি৷ তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে রাস্তাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ আহত হয় বাকি শিশুরাও। তাদের চিকিৎসা চলছে।

Published by:Pooja Basu
First published:

Tags: Child death, South bengal news