#কাঁথি: ৮০-তে আসিও না, ভানুর সেই মজার সিনেমা দেখে খুব মজা পেতেন, আজ আশি বছর বয়সে পা রেখে সেই হাসির সিনেমার কথা খুব মনে পড়ছে কাঁথির বর্ষীয়ান সাংসদের!সকাল সকাল মুখ্যমন্ত্রীর ফোন--"শুভ জন্মদিন শিশিরদা!" শিশিরদা মানে শিশির অধিকারী। কাঁথির বর্ষীয়ান সাংসদ।
শিশির অধিকারীর আজ আরও একটা জন্মদিন। ফোনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়ের পাঠানো মিষ্টি আর উপহার সামগ্রীও আজ কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছে যায়। উপলক্ষ যেখানে শিশির বাবুর জন্মদিন, আজ সেই উপলক্ষেই নানা ভাবে পালন হল বর্ষীয়ান সাংসদের ৮০- তে পদার্পনের দিনটি।
কাঁথি পৌরসভার চার নম্বর ওয়ার্ড এলাকায় আজ নানা সামাজিক কর্মসূচি পালন করেন স্থানীয় মানুষজন। কাঁথি মহকুমা হাসপাতালের রাস্তায় পথচারীদের মাস্ক বিতরণ, গাছ বিতরণ, গাছ লাগানো সবই হল গুরুত্ব দিয়েই।
করোনার কঠিন সময়ের কথা মাথায় রেখে আজ সারাদিনই সামাজিক দুরত্ব বিধি মেনেই সবকিছুর আয়োজন করা হয়। এদিন বাড়ির কর্তাবাবুর আশিতে পা রাখা উপলক্ষে শান্তিকুঞ্জে কেকও কাটা হয়। নাতনির সঙ্গে খুনসুটি থেকে খাওয়া দাওয়া সবই করেন খুব হাসিমুখেই। সকলের কাছ থেকে ফোনে শুভেচ্ছা পেয়েছেন। খুব খুশিতেই তাই আজকের গোটা দিনটা কাটিয়ে ফেলেন তিনি।
SUJIT BHOWMIK