বহরমপুর : বুধবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফর শেষ করেই মুর্শিদাবাদ জেলাতে বহরমপুর (Berhampore) রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। জেলা সফরে এসে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন। বিকেলে বৈঠক করে, বহরমপুরে রাত্রিবাসও করবেন। আর তার আগে গোটা বহরমপুর শহরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
আরও পড়ুন : মালদহের পথে মমতা, বোলপুরে চপ মুড়ি নিয়ে এলেন অনুব্রত, দেখুন ভিডিও
ইতিমধ্যেই রবীন্দ্রসদনকে সাজিয়ে তোলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলাতে পর্যটনে জোর দিতে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার কেয়ার সেন্টারের শিলান্যাস, এছাড়াও গ্রামীণ সড়ক যোজনার অধীনে ১৩টি রাস্তা ও সেতু উদ্বোধন, ভগবানগোলা, সাগরদীঘি ও নওদা ব্লকে বেশ কয়েকটি রাস্তার শিলান্যাস করবেন। বহরমপুর পৌরসভায় ১১ টি পৌর স্বাস্থ্যকেন্দ্র গঠন করা হবে। গোরাবাজার ও খাগড়াতে বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই শ্মশান দুটি সংস্কারের জন্য শিলান্যাস করবেন। আমুত প্রকল্পের অধীনে ৫টি নালা সংস্কারও নতুনভাবে নির্মাণ করা হবে। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর ওয়াইএমএ মাঠ ও ব্যারাক স্কোয়ার মাঠকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে তুলে ধরা হবে।
আরও পড়ুন : Duare Caste Certificate নামের বিশেষ শিবির Ghatal-এর Birsingha গ্রামে
তবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে জেলার বিজেপির দুই বিধায়ক ডাক পাননি। সভায় শাসকদলের ২০ জন বিধায়ক উপস্থিত থাকলেও বিজেপির দুই বিধায়ক মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ডাক পাননি। আর ডাক না পেয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী বিধায়কেরা। বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘‘প্রশাসনিক বৈঠক বলা হলেও এটি শাসকদলের বৈঠক। আমাদের কোনও বৈঠকে ডাকা হয় না। অথচ প্রশাসনিক বৈঠকে শাসকদলের বিধায়কেরা ডাক পাচ্ছেন। যা দুর্ভাগ্যজনক।’’
( প্রতিবেদন- প্রণবকুমার বন্দ্যোপাধ্যায়)নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banderjee, Murshidabad