হোম /খবর /পুরুলিয়া /
সামনেই পঞ্চায়েত নির্বাচন, কেমন আছে পুরুলিয়ার চাটুহাসা ও বুলেনটার গ্রাম

Purulia News: সামনেই পঞ্চায়েত নির্বাচন, কেমন আছে পুরুলিয়ার চাটুহাসা ও বুলেনটার গ্রাম

X
দেখে [object Object]

Purulia News: এক প্রকার প্রায় দোরগোড়াতেই পঞ্চায়েত নির্বাচন। ‌প্রতিশ্রুতি মিলেছে প্রচুর। ‌দেখে নিন কেমন আছে পঞ্চায়েতের চাটুহাসা ও বুলেনটার গ্রাম।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে শাসক-বিরোধী শিবির। 'গ্রাম দখলের' লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। ‌রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চায়েত এলাকাগুলিতে কাজের খতিয়ান দেখতে পৌঁছে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। ‌শুরু করে দিয়েছেন জনসংযোগ বাড়ানো। ‌

পঞ্চায়েত এলাকার মানুষেরা কি পেয়েছেন‌, এলাকায় ঠিক কতখানি উন্নয়ন হয়েছে, তারা কি পাননি, আগামী দিনে কি চাইছেন এই সমস্ত কিছু জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম ‌পুরুলিয়ার আরসা ব্লকের অন্তর্গত চাটুহাসা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চাটুহাসা ও বুলেনটার গ্রামে। কথা বলেছিলাম গ্রামের মানুষজনের সঙ্গে। গ্রামের মানুষেরা তাদের বেশ কিছু অভাব অভিযোগের কথা বলেন। তারা জানান, দীর্ঘদিন আগে গ্রামে রাস্তা তৈরীর কাজ হয়েছিল। এখনো বেশ কিছু জায়গায় জলের লাইন তৈরি হয়নি। ‌সরকারি বেশ কিছু সুযোগ-সুবিধা পেলেও গ্রামের সার্বিক উন্নয়ন হয়নি। ভোটের সময় তারা নিয়ম করে ভোট দিলেও অনেক কাজই হয়নি তাদের গ্রামে। তারা চাইছেন গ্রামের উন্নয়ন হোক।

আরও পড়ুনঃ Purulia News: স্কুল তৈরির ২০ লক্ষ টাকা হাপিস! গ্রেফতার প্রধান শিক্ষক

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ‌লক্ষ্য একটাই পঞ্চায়েত নির্বাচনের জয় হাসিল করা। ‌পিছিয়ে পড়া জেলা পুরুলিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্যে বারংবার সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ করেছেন নানান জনমুখী কাজ। কবে পঞ্চায়েত এলাকার অধীনস্থ চাটুহাসা ও বুলেনটার গ্রাম গুলির সার্বিক উন্নয়ন হবে সেই দিকেই তাকিয়ে গ্রামের মানুষেরা।

Sarmistha Banerjee

First published:

Tags: Panchayat Elections 2023, Purulia, Purulia news, West bengal