Home /News /south-bengal /

বেলদায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে

বেলদায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে

represtational image

represtational image

বেলদায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামি শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে

  • Share this:
    # বেলদা: গৃহবধূর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বেলদা থানা অন্তর্গত কাউটিয়া গ্রামে। মৃতার নাম চুমকি বেরা। মাস সাতেক আগে চুমকির বিয়ে হয় কাউটিয়া গ্রামের বিশ্বজিৎ গিড়ির সঙ্গে। চুমকিও ছিলেন বেলদা থানা অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা । চুমকির মা  জানান, চুমকির শাশুড়ি বহু পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। তিনি তাঁর মেয়েকে দিয়েও ওইসমস্ত গর্হিত কাজ করাতে চেয়েছিলেন। চুমকি রাজি না হওয়ায়, ওকে মেরে ফেলা হয়। মৃতার কাকার অভিযোগ, ''এর আগেও ঝামেলা হয়। আমরা ওদের বাড়িও গিয়েছিলাম। মেয়েকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু তখনই খুব খারাপ ব্যবহার করে চুমকির শ্বশুরবাড়ির লোকজন। রীতিমতো হুমকি দেয়, ওই বাড়ি থেকে যদি বেরোয়, তো চুমকির মৃতদেহ বেরোবে। বুঝিনি হুমকিটা সত্যি হবে!" বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন মৃতার বাপের বাড়ির আত্মীয়রা।
    First published:

    Tags: Belda, Housewife, In Laws, Killed, Putting on fire

    পরবর্তী খবর