#পশ্চিম মেদিনীপুর: এবার ‘বেসুরো’ ডেবরার তৃণমূল নেতা৷ ‘বেসুরো’ পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের সম্পাদক অলোক আচার্য৷ তিনি বলছেন যে, পরিস্থিতি এমন হয়েছে যে জনপ্রতিনিধিদের দেখলে মানুষ থুতু ফেলেন৷ শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে টেনে তিনি বলেন যে শুভেন্দু দলের বড় সম্পদ এবং শুভেন্দুকে পেলে শক্তি বাড়বে বিজেপির৷ এর পাশাপাশি ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর বক্তব্য, দলের পুরনো কর্মীরা মর্যাদা পাননি৷ অলোক আচার্যের এমন কথাতে ধরে পড়েছে দলের প্রতি তাঁর ক্ষোভ৷
প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই বেসুরো গাইতে শুরু করেছেন দলের বহু বর্ষীয়ান নেতা। অলোক আচার্য সেই তালিকায় নয়া সংযোজন। দলের পরিকাঠামোগত বদল না নিয়ে এলে আগামী বিধানসভা নির্বাচনে দল যে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে তারই আভাস দিলেন জেলা তৃণমূলের এই দাপুটে নেতা ।
এবার বেসুরো পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক তথা ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য। একদিকে দলের পুরনো নেতাদের মর্যাদা নিয়ে প্রশ্ন তুললেন তিনি অপরদিকে পঞ্চায়েতস্তর থেকে বিধায়কের মতো জনপ্রতিধিদের ইমেজ নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এমনকি দলের কোনও বৈঠকে যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন জেলা তৃণমূলের এই দাপুটে নেতা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এখন রাস্তা দিয়ে জনপ্রতিনিধিরা হেঁটে গেলে মানুষ থুতু ফেলে। অল্পদিন রাজনীতি করেই বিধায়ক হয়েছেন সেলিমা খাতুন। সেখানে দলের পুরকর্মীরা মর্যাদা পায়নি বলেও অভিযোগ করেন তিনি। এভাবে চলতে থাকলে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ডেবরায় তৃণমূলের হার অবশ্যম্ভাবী বলেও দাবি করেন তিনি। শুভেন্দু প্রসঙ্গেও বিস্ফোরক অলোক আচার্য। শুভেন্দুর সঙ্গে দলের সম্পর্ক বড় ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী দলের বড় সম্পদ। দলত্যাগ করে শুভেন্দু বিজেপিতে গেলেন রাজনৈতিকভাবে শক্তিশালী হবে বিজেপি, পিছিয়ে পড়বে তৃণমূল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South bengal news, TMC