#ক্যানিং : রণক্ষেত্র বিয়ে বাড়ি, পাত্রীকে বিয়ের আসরে মারধর! বরযাত্রীদের তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বিয়ের আসর। বিয়ের আসরে ভাঙচুরের পাশাপাশি খাবার প্যান্ডেলেও ভাঙচুর চালায় বরযাত্রীরা। পাত্রীর বুকেও লাথি মারার অভিযোগ ওঠে খোদ পাত্রের বিরুদ্ধে। এরপর গ্রামবাসীরা রুখে দাড়ালে পালিয়ে যায় বরযাত্রীরা। কিন্তু পাত্র সহ মোট আটজনকে আটকে রাখে কন্যা পক্ষ। ক্ষতিপূরণ না দিলে তাদের ছাড়া হবে না বলে জানিয়ে দেন । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার জয়রাম খালি গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মাস ছয়েক আগে এর জয়রাম খালির বাসিন্দা উর্মিলার সঙ্গে রেজিস্ট্রি হয় সোনারপুর থানার বন হুগলির বাসিন্দা বীরু দাসের। ১লা ডিসেম্বর সামাজিক অনুষ্ঠান করে বিয়ে হওয়ার কথা ছিল। কন্যা পক্ষের অভিযোগ বিয়েতে প্রথমে কুড়ি হাজার টাকা পণ চায় পাত্র, পরে সুযোগ বুঝে আরও পাঁচ হাজার বেশি চায়। তা দিতে রাজিও হয় পাত্রী পক্ষ। কিন্তু তবুও বিভিন্ন অছিলায় পাত্রী পক্ষকে বিপাকে ফেলার চেষ্টা করছিল বরের বাড়ির লোকজন। রবিবার রাত দশটায় বিয়ের লগ্ন থাকলেও বরযাত্রীদের নিয়ে পাত্র আসেন রাত দেড়টার সময়।