SOURAV GUHA
#সিঙ্গুর: জমি আন্দোলনের স্মৃতি উস্কে সিঙ্গুর এল কলকাতায় । কুলোয় বরণ ডালা সাজিয়ে সিঙ্গুর থেকে এলেন জমি আন্দোলনের নেত্রী সরস্বতী দেবী । সঙ্গে সিঙ্গুরের শ দেড়েক কৃষক রমণী । প্রত্যেককে সিঁদুর পরিয়ে বরণ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা । অকাল সিঁদুর খেলায় মাতলো মেয় রোডের কৃষি বিল বিরোধী অবস্থান মঞ্চ ।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিলের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল মহিলা কংগ্রেস । বিলের বিরোধিতা করে বুধবার পথে নামবে তৃণমূল ছাত্র পরিষদ ।এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "সারা দেশের কৃষকরা আজ বিপন্ন । তাই সিঙ্গুরের কৃষক রমণীরা আজ এসেছেন মোদি সরকারকে ধিক্কার জানাতে । এই সিঁদুরের জোরেই সব রুখে দেব আমরা।’’ শশী পাঞ্জা বলেন, "কৃষক পরিবারে মেয়েদের কুলোর হাওয়ায় আমরা সব অশুভ দূর করবো ।’’
সংসদের ভেতরে এবং বাইরে কৃষি বিল নিয়ে সরব তৃণমূল । পাশাপাশি রাস্তায় নেমে লড়াই শুরু করল তৃণমূল । একইসঙ্গে সরভারতীয় স্তরে ঐক্যবদ্ধ লড়াইয়েও ডাক দিয়েছেন মমতা ।
Farmers are India's backbone! This is just one step towards Pursuit of Justice for our farmers and we'll keep moving forward in our battle. We'll fight this fascism from each corner of the nation, standing beside @MamataOfficial, the true warrior safeguarding farmers' interests. https://t.co/Hyaqm5otou
— All India Trinamool Congress (@AITCofficial) September 22, 2020
এ দিন দলের তরফে এক ট্যুইট বার্তায় মমতা তথা তৃণমূল কংগ্রেস ই যে প্রকৃত কৃষক স্বার্থ রক্ষাকারী তা দাবি করা হয় । পাশাপাশি বলা হয়, "এই লড়াই আন্দোলন প্রাথমিক পদক্ষেপ , ফ্যাসিজমের বিরুদ্ধে তৃণমূল লড়াই চালিয়ে যাবে ।’’