Home /News /south-bengal /
ট্রেনের ধাক্কায় মৃত যুগল, ঘটনায় লোকারণ্য় স্টেশন চত্বর

ট্রেনের ধাক্কায় মৃত যুগল, ঘটনায় লোকারণ্য় স্টেশন চত্বর

ফাইল ছবি

ফাইল ছবি

চন্দননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত যুগল। দুপুর ৩ টে নাগাদ ডাউন বাঘ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় এই যুগলের। মৃতা যুবতীর নাম অঞ্জলি ভুঁইয়া, উত্তর ২৪ পরগনার গরিফায় বাড়ি। যুবকের নাম এখনো জানা যায় নি

 • Share this:

  #চন্দননগর: চন্দননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত যুগল। দুপুর ৩ টে নাগাদ ডাউন বাঘ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় এই যুগলের। মৃতা যুবতীর নাম অঞ্জলি ভুঁইয়া, উত্তর ২৪ পরগনার গরিফায় বাড়ি। তবে মৃত যুবকের নাম এখনও জানা যায় নি।

  প্রত্যক্ষদর্শীদের দাবি, কানে হেডফোন দিয়ে ডাউন ১নং লাইন দিয়ে হাটছিল এই যুগল। কানে হেডফোন থাকায় কিছুই শুনতে পায়নি যুবক ৷ হেডফোনের শব্দের কম্পাঙ্ক এতটাই তীব্র যে পেছন থেকে দ্রুত গতিতে আসা বাঘ এক্সপ্রেসের আওয়াজ শুনতে পাননি যুবক ৷ পিছন থেকে দুরন্ত গতিতে আসা ট্রেনের ধাক্কায় মৃত যুবক । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে উল্লিখিত যুবকের ৷ ঘটনায় এলাকা লোকারণ্যে পরিণত হয়েছে ৷

  এত দূর থেকে এই দুজন এখানে কেন এলো ? এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা ? এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে । পুলিশ ঘটনাস্থালে পৌঁছে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে ৷

  আরও পড়ুন : হুগলির ব্য়ান্ডেলে ধৃত ২ ভুয়ো টিকিট পরীক্ষক, ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে

  First published:

  Tags: A Couple, Chandannagore, Died, Exoress Train

  পরবর্তী খবর