#কলকাতা: আগুন ঝরাচ্ছে আকাশ ৷ জ্বালাপোড়া গরমে অস্বস্তি চরমে ৷ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ৷ এরই মধ্যে রাজনৈতিক উত্তেজনায় আরও চলছে পারদ ৷ নির্বাচন কমিশনের সূচি মেনে এই ভয়াবহ অবস্থার মধ্যে রাজ্যে হতে চলেছে ষষ্ঠ দফা ভোট ৷ এমন অস্বস্তিকর আবহাওয়ায় ভোটের সূচি নিয়ে উঠছে প্রশ্ন ৷ ভোটদানের হার নিয়েও আশঙ্কায় রাজনীতিবিদদের মনে ৷ কিন্তু বাংলার রাজনৈতিক চরিত্র বলছে অন্যকথা ৷
গত পাঁচ দফায় দেশে ভোট দানে রাজ্যের স্থান শীর্ষে ৷ প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল ৮১%, দ্বিতীয় দফায় ভোট পড়ে ৭৬.০৭%, তৃতীয় দফায় আরেকটু বেড়ে ভোটদানের হার ৭৮.৯৭%, চতুর্থ দফায় রাজ্যে ৫টা পর্যন্ত গড় ভোটের হার ৭৬.৪৪% এবং পঞ্চম দফাতেও ভোট পড়ে ৭৩.৯৭% ৷
কাল বাদ পরশু রাজ্যে ষষ্ঠ দফার ভোট ৷ ১২ই মে রাজ্যে ৮ আসনে ষষ্ঠদফার ভোট ৷ ভোটগ্রহণ হতে চলেছে তমলুক, কাঁথি, ঘাটাল,ঝাড়গ্রাম, মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে । আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এই আট কেন্দ্রেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর মধ্যে পরিস্থিতি পরিবর্তনের কোনও আশাই নেই ৷ বরং তীব্র থেকে তীব্রতর হতে পারে গরম ৷ গরমে অসুস্থ হয়ে পড়া থেকে বাঁচাতে চলছে নানা সাবধানবাণীর প্রচার ৷ কিন্তু এমন পরিস্থিতিতে ভোট উৎসব! আবহাওয়াই দিচ্ছে অশনি সঙ্কেত ৷
শুধু ২০১৯ সাল নয়, ভোটদান নিয়ে বরাবরই সচেতন বঙ্গবাসী ৷ ভোটাধিকার প্রয়োগের জন্ম সময় থেকেই ভোট দানের হারে দেশের মধ্যে এগিয়ে থাকত পশ্চিমবঙ্গ ৷ এবার ভোটদান ও বাংলার ভোটারের মাঝে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই অত্যাধিক তাপপ্রবাহ ৷ তবে এই চ্যালেঞ্জকে যোগ্য জবাব দিয়ে ফের ভোটদানে বাংলাই শীর্ষস্থান দখল করবে বলে আশা রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷
এমন তীব্র গরমের পূর্বাভাস সত্ত্বেও এই সময় নির্বাচন কমিশনের ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যবাসী ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গরমে রাজ্যে এত দফায় ভোট নিয়ে বারবার অভিযোগ করেছেন ৷ ভোট দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ সব মিলিয়ে ভোটদানের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এখন আবহাওয়ার কারণে এখন বাংলার কাছে চ্যালেঞ্জ ৷ ১২ মে বাংলা দেবে এর জবাব ৷ তাপপ্রবাহকে হারিয়ে ফের দেশ গড়ায় মত দিতে ঘর থেকে বেরবে বাংলা, নাকি বদলে যাবে এতদিনের ভোটিং ট্রেন্ড ৷ জবাব জানতে এখনও ৪৮ ঘণ্টার অপেক্ষা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Heat Wave Alert, Lok Sabha elections 2019, Sixth Phase of Lok Sabha Election, West Bengal Lok Sabha Elections 2019