#কলকাতা: চিকিৎসকরা বলেছিলেন, আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে। কিন্তু তিনি নাছোড়। চিকিৎসকদের বারবার অনুরোধ করে শেষমেশ বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত বুধবার নন্দীগ্রামে আহত হওয়ার পর, বৃহস্পতিবার এসএসকেএম-এর বেড থেকেই কর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেই আবেদন যে সকল কর্মীদের কাছে 'ঠিকভাবে' পৌঁছয়নি, তা স্পষ্ট হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। সেখানে এবার আক্রান্ত হলেন বিজেপির পর্যবেক্ষক কেদারনাথ সিং। তাঁর উপর হামলার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে।
ভোটের বাংলার বিজেপির কেন্দ্রীয় নেতাদের এ রাজ্যে আসা-যাওয়া এখন নিত্যদিনের কাজ। প্রতিদিন কেন্দ্রীয় মন্ত্রীদের ভিড় লেগেই রয়েছে। এর আগে এই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারেই হামলা হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে। সেই ঘটনায় গোটা দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবারই অভিযোগ তুলছে বিজেপি। এমনকী রাজ্যের ভোটের পুরো নিরাপত্তাই কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি করে বিজেপি। সেই পথেই অবশ্য এগোচ্ছে বাংলার ভোট-চিত্র। বাংলার ভোটে প্রায় ১ লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করছে কমিশন।
এরই মধ্যে বিজেপির পর্যবেক্ষকের আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে ফের আসরে নামতে পারে বিজেপি। জানা গিয়েছে, শুক্রবার জয়নগরে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন কেদারনাথ সিং। সেখানেই তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। গুরতর আঘাতও তিনি পেয়েছেন বলে অভিযোগ। একইসঙ্গে এক মহিলা বিজেপি কর্মীও আহত হয়েছেন বলে স্থানীয় বিজেপি সূত্রের দাবি। যদিও শাসক দল সেই অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দলের দিকেই নিশানা করেছে।