হোম /খবর /দেশ /
সোনার দোকানে দুঃসাহসিক চুরি, সিসিটিভিতে বন্দি সমস্ত কারসাজি

সোনার দোকানে দুঃসাহসিক চুরি, সিসিটিভিতে বন্দি সমস্ত কারসাজি

উদয়নারায়ন পুর খিলে বাজের পাঁচটি দোকানে চুরি | সিসিটিভি ফুটেজ থাকলো চোরেদের নাগাল পেলো না পুলিশ |

  • Last Updated :
  • Share this:
#হাওড়া: আমতার মন্দিরের চুরির ঘটনার পর এবার উদয়নারায়নপুড়ে দোকানে চুরি করতে সিসিটিভিতে ধরা পড়লো চোরের কারসাজি | রবিবার রাতের অন্ধকারে পরপর পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরি। খোয়া গেল কয়েক লক্ষ টাকার গহনা ও সামগ্রী । ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে উদয়নারায়ণপুর থানা এলাকার খিলা বাজারে।দুঃসাহসিক এই চুরির ঘটনার জেরে খিলা বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, খিলা বাজার এলাকার দুটি সোনার দোকানে,একটি মশলা তৈরির কারখানা, একটি আলুর গোডাউন ও একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দলটি খিলা বাজার এলাকার রাতে দোকানগুলি ও গোডাউনের সাটার কেটে ভিতরে প্রবেশ করে। পুরো চুরির ঘটনা সোনার দোকানের ও মশলা তৈরির কারখানার সিসি ক্যামেরাতে বন্দি হয়। রবিবার  রাত ১টা ৩৫ মিনিটে চোরের দলটি শাটার কেটে ভিতরে ঢোকে। সংখ্যায় তারা একাধিক ছিল । প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তারপর দলটি পরপর বাজার এলাকার পাঁচটি দোকানে চুরি করে।সোনার দোকান দুটি থেকে বেশ কয়েক লক্ষ টাকার গহনা চুরি গেছে বলে জানা গিয়েছে । মশলা তৈরির কারখানার মালিক বলেন তার কারখানার অফিস ঘরে রাখা প্রায় কুড়ি হাজার নগদ  টাকা চুরি গিয়েছে। সোমবার সকালে এলাকার ব্যবসায়ীরা দোকান খুলতে এসে বেশ কিছু দোকানের সাটার কাটা অবস্থায় দেখতে পান। চুরির ঘটনা নজরে আসে | সোমবার সকালে চুরির ঘটনার খবর পেয়ে এলাকায় আসে উদয়নারায়ণপুর থানার পুলিশ । পুলিশ সি সি টিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ।Debasish Chakraborty
Published by:Elina Datta
First published:

Tags: CCTV Footage, Theft, Theft at gold jewellery showroom