#বীরভূম: শাসনে সিসি ক্যামেরায় ধরা পড়ল সিনেমার মত চুরি। বিয়ের কেনাকাটার নাম করে বাইক চুরি। বৃহস্পতিবার সকালে বারাসত-টাকি রোডে বেলিয়াঘাটা অঞ্চলের একটি কাপড়ের দোকানে বিয়ের কেনাকাটা করতে আসেন এক যুবক। ১৪-১৫ হাজার টাকার জিনিস কেনেন যুবক।
বিল মেটানোর পর অন্য একটি দোকানে যেতে এক দোকানকর্মীর বাইক চায় যুবক। দোকানে কেনা সামগ্রী রেখে যায়। যুবক পূর্ব পরিচিত হওয়ায় বাইক দিয়ে দেয় দোকানকর্মী। ১ লক্ষ ৬০ হাজার টাকার বাইক নিয়ে চম্পট দেয় যুবক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে চুরির ঘটনা। শাসন থানায় অভিযোগ দায়ের করেছেন দোকানকর্মী।