বোলপুর: মুখ্যমন্ত্রী জেলা ছাড়তেই ফের গরু পাচার মামলার তদন্তে বোলপুরে সিবিআই। শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে অনুব্রতর পরিচারক, ঘনিষ্ঠ নেতাদের এক এক করে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে, সিবিআই সূত্রে খবর৷
গরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারই মাঝে ৩ দিনের বীরভূম সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে ফের অনুব্রতর পাশে দাঁড়িয়ে নিজে বীরভূম দেখার কথাও বলে যান তৃণমূল সুপ্রিমো। এদিন বীরভূম থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে৷ মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তেই গরু পাচার মামলার তদন্তে বোলপুরে সিবিআই। রতনকুঠি গেস্ট হাউসে অস্থায়ী ক্যাম্প অফিসে এদিন দুপুর থেকে অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজক, ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষক অর্ক দত্ত, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন, বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর ঘোষ ওরফে ভজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। এছাড়া, ব্যাঙ্ক কর্মীদেরও নতুন করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ অর্থাৎ, গোরু পাচার মামলার তদন্তে বোলপুরে ফের সক্রিয় সিবিআই ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal