#বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চোখের ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন তিনজন। তাঁদের এখন কলকাতা রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি (আর আই ও)তে ভর্তি করে চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চোখের আলোয় প্রকল্পে নির্দিষ্ট সময় অন্তর ছানি অপারেশন হয়ে থাকে। তেমনই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ব্যবস্থাপনায় গত ১৩ সেপ্টেম্বর জেলার বিভিন্ন প্রান্তের মোট ২৮ জনের চোখে অস্ত্রোপচার হয়। সকলেরই ওই দিন চোখে ছানি অপারেশন হয়েছিল।
সেই দিন সবাইকে ছেড়েও দেওয়া হয়। তার মধ্যে নয় জনের সমস্যা দেখা দেয়। পরদিন থেকেই তাঁরা চোখে প্রচন্ড যন্ত্রণা অনুভব করেন। পরদিন ওই ৯ জন ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাঁদের ভর্তি করে পরীক্ষা করে দেখা যায়, চোখ লাল হয়ে গিয়েছে।
এর পর বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্যোগ নিয়ে তাঁদের আর আইও- তে ভর্তি ব্যবস্থা করে। তাঁরা কেউই দেখতে পাচ্ছিলেন না। ১৬ সেপ্টেম্বর তাঁদের সেখানে ভর্তি করা হয়। এখনও তাঁরা সেখানেই ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন দৃষ্টিশক্তি ফিরে পেলেও তিনজন এখনও কিছুই দেখতে পাচ্ছেন না।
জানা গিয়েছে, চিকিৎসক মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ওই দিন ছানি অপারেশন করেছিলেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
কেন এই ধরনের ঘটনা ঘটলো তাও জানতে চেয়েছে তারা। এ ব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তব নায়েক বলেন, স্বাস্থ্য দপ্তর যেসব তথ্য চেয়েছিল তা আমরা পাঠিয়ে দিয়েছি। ইনফেকশনের কারণেই ওই নয় জনের সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সেই সব তথ্য খতিয়ে দেখার পর যা পরামর্শ দেবে সেই মতো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন- South24Parganas News : সকালে টিকিট কেটে বিকেলে কোটিপতি! গেঞ্জির কারখানার কর্মী পুরস্কার জিতে সটান
ছানি অপারেশনের মতো ছোট অস্ত্রোপচারে একসঙ্গে নজন সমস্যায় পড়ায় বর্ধমান মেডিকেলের চক্ষু বিভাগের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন হাসপাতালের মধ্যে অস্ত্রোপচারের সময় একসঙ্গে এতজন রোগী সমস্যার মধ্যে পড়লেন প্রশ্ন তা নিয়েও। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রোগীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Bardhaman news