হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিয়ে করে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা ! আহত বর-কনে সহ মোট ৬

বিয়ে করে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা ! আহত বর-কনে সহ মোট ৬

Representational Image

Representational Image

জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বর-কনে যাত্রী বোঝাই গাড়িটি।

  • Last Updated :
  • Share this:

Image is used for Representational Purpose

#বেলদা: লকডাউন-এর মাঝে বিয়ে সেরে ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত বর-কনে-সহ মোট ছয়জন। যাদের মধ্যে দুই শিশুর আঘাত গুরুতর।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মালযমুনা থেকে বেলদার রসুলপুরে বিয়ে করতে আসে পাত্র-সহ প্রায় ২০ জন বরযাত্রী।ফেরার পথে বেলদা থানার নেকুড়সেনির কাছে আচমকাই একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটে দুর্ঘটনা।

জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বর-কনে যাত্রী বোঝাই গাড়িটি। স্থানীয়দের চেষ্টায় আহতদের এরপর পাঠানো হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হন বর-কনে ও দুই শিশু-সহ মোট ছয়জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও দুর্ঘটনার পর বর-কনে বোঝাই গাড়ির চালক পলাতক।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Accident