#দিঘা: লকডাউনের ফাঁকা রাস্তায় দিঘা- নন্দকুমার জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশের পাইলট গাড়ি ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক ৷
দিঘা যাওয়ার পথে এদিন হেঁড়িয়া পেরিয়ে কাঁথি ঢোকার আগে ইড়িঞ্চি ব্রিজ লাগোয়া বিপজ্জনক বাঁকের মুখেই দুর্ঘটনাটি ঘটে। ইড়িঞ্চি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পাইলট কারটি উল্টে গেলে আহত হন চার পুলিশ কর্মী ৷ গুরুতর আহত ওই গাড়ির চালকও। আহত চার পুলিশকর্মী দুর্ঘটনাগ্রস্ত পাইলট ভ্যানেই ছিলেন।
আহতদের স্থানীয় হেঁড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইড়িঞ্চি ব্রিজ লাগোয়া বাঁকটি যথেষ্টই বিপজ্জনক। এই বাঁক পেরোতে গিয়ে প্রায় সময়ই দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের গাড়ি। কিন্তু লকডাউন চলায় রাস্তা যেখানে পুরো ফাঁকা, সেখানে পুলিশের পাইলট গাড়ির উল্টে যাওয়ার ঘটনা দ্রুতগতির কারনেই ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানা গিয়েছে, দিঘা ও ওড়িশা সীমানার লকডাউন পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন পুলিশের উচ্চপদস্থ একটি টিম। এটি সেই টিমেরই পাইলট গাড়ি ছিল।
Sujit Bhowmick
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha