#পুরুলিয়া: গরীব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পে বঞ্চিত পুরুলিয়া ৩৯ হাজার পরিযায়ী শ্রমিক l কলকাতা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর l অবশেষে কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর অভিযোগের ভিত্তিতে কলকাতা উচ্চ আদালত পুরুলিয়া জেলাশাসককে নির্দেশ দেন কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দফতরে পুনরায় আবেদন জানানোর "গরীব কল্যাণ রোজগার যোজনার'র আওতায় পুরুলিয়া জেলাকে অন্তর্ভুক্তিকরণের l
লকডাউনের সময়ে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৩৯ হাজার পরিযায়ী শ্রমিক জেলায় ফেরেন l জেলাতে ২৫ হাজার পরিযায়ী শ্রমিক ফিরলেই কেন্দ্র সরকারের "গরীব কল্যাণ রোজগার যোজনা" প্রকল্পের আওতায় আসার কথা l অথচ পুরুলিয়া জেলাতে ৩৯ হাজার পরিযায়ী শ্রমিক ফিরলেও এই প্রকল্পের আওতা থেকে বঞ্চিত l বিভিন্ন রাজের ১১৬ টি জেলা কেন্দ্র সরকারের এই আওতায় এলেও পুরুলিয়া কেন বঞ্চিত, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা হলেও অবশেষে কাজে এলো জনস্বার্থে মামলা l বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকেরা আবার ভিন রাজ্যে ফিরতে শুরু করেছেন l জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকেরা কেন্দ্র সরকারের ওই প্রকল্পের আওতায় এলে জেলার চিত্রটাই বদলে যেত l এদিকে জেলা বিজেপি নেতা বিবেক রাঙা জানান, "শাসক দলের অবহেলার কারণেই ওই প্রকল্পের আওতা থেকে বঞ্চিত রয়েছে পুরুলিয়া l শাসক দলের রাজনীতির শিকার পুরুলিয়ার ৩৯ হাজার পরিযায়ী শ্রমিক l" যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূলের মুখ্যপাত্র নবেন্দু মাহালী l তিনি জানান, "কেন্দ্র সরকাররের বিমাতৃসুলভ মনোভাব বরাবরই বঞ্চিত রাজ্য l বাংলা বঞ্চনার শিকার বলে বারবার কেন্দ্র সরকারের কাছে অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী l
Indrajit Mondal