হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মিলল অনুমতি! চন্দ্রকোনায় সভা করতে পারবেন শুভেন্দু, তবে শর্ত বেঁধে দিল হাইকোর্ট

মিলল অনুমতি! চন্দ্রকোনায় সভা করতে পারবেন শুভেন্দু, তবে শর্ত বেঁধে দিল হাইকোর্ট

শুভেন্দুর সভা বাতিল

শুভেন্দুর সভা বাতিল

এদিন বিষয়টি নিয়ে ট্যুইট করে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ 'বিজেপি ফোবিয়া'য় ভুগছে বলে অভিযোগ করেন তিনি।

  • Share this:

চন্দ্রকোনা: অবশেষে  মিলল হাইকোর্টের অনুমতি। ঝাঁকরা মাঠেই হচ্ছে শুভেন্দু অধিকারীর সভা। সভা হবে জেনে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ঢাক-ঢোল বাজিয়ে শুরু হয়ে যায় উচ্ছ্বাস।

আজই চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুল মাঠে শুভেন্দু অধিকারীর সভা বাতিলের কথা জানালেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি। সভার সবরকম প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে পুলিশ অনুমতি বাতিল করায় তা নিয়ে তৈরি হয় জট। ঝাঁকরা হাইস্কুল মাঠে আজ সকালেই হাজির হন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস৷ সভা বাতিল হওয়া প্রসঙ্গে তিনি জানান, শাসকদল ও পুলিশ রীতিমতো গায়ের জোর দিয়ে সভা বাতিলের জন্য সমস্ত রকম চেষ্টা চালিয়ে গিয়েছে। প্রধান শিক্ষক অনুমতি দিলেও তাঁকে চাপ দিয়ে অনুমতি বাতিল করানো হয়েছে। অনুমতি বাতিলের খবর তাদের কাছে জানানো হয়নি স্কুলের তরফে, তবে বাতিলের কপি সোশ্যাল মিডিয়া ও মিডিয়ায় দিয়ে প্রচার করা হয়েছে।

নির্ধারিত সভা বাতিল করা হলেও শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে জেলা সভাপতি তন্ময় দাসের৷ এমনটাও তিনি জানান। এ প্রসঙ্গে তিনি জানান, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে তাঁকে অনুরোধ করা হয়েছে কিছু সময়ের জন্য হলেও যাতে তিনি চন্দ্রকোনায় আসেন এবং মন্ডল অফিসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। কারণ ইতিমধ্যে সভার জন্য বহু দলীয় নেতা কর্মী উপস্থিত হয়ে গিয়েছেন৷ তাদের সঙ্গে দেখা করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের কামরার বাইরে কেন থাকে সাদা-নীল ডোরা কাটা দাগ? জেনে নিন কারণ

তবে ফের অনুমতি মেলায় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে৷ বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। কোনও উস্কানি দেওয়া যাবে না।

Published by:Rachana Majumder
First published: