#বীরভূম: করোনা মোকাবিলায় দেশজুড়ে ২৫ মার্চ থেকে লাগু হয়েছিল লকডাউন| তখন থেকেই বন্ধ ছিল সমস্ত গণপরিবহণ ব্যবস্থা | প্রায় আড়াইমাস পর বা দিন কয়েক আগে কয়েক আগেই সরকারি বাসের পাশাপাশি চালু হয়েছিল বেসরকারি বাস পরিষেবা | তবে চলছিল মাত্র কয়েকটি বাস | বাস চালু হওয়ার প্রথমদিন থেকেই শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছিল অসন্তোষ | কিন্তু বৃহস্পতিবার সেই অসন্তোষের জেরে বাস চালানো বন্ধ করে দেন শ্রমিকরা | চলছিল শুধুমাত্র একটি রুটের আপ ও ডাউনের দুটি বাস |
যদিও বাস পরিষেবা স্বাভাবিক রাখতে চান বাস মালিকরা কিন্তু তাদের কথা মূলত অগ্রাহ্য করেই বাস পরিষেবা বন্ধ করেছিলেন শ্রমিকরা বলে অভিযোগ | সূত্রের খবর বাসে যাত্রী হচ্ছে না, হাতে গুনে তিন থেকে ৪ জন যাত্রীকে নিয়েই চালাতে হচ্ছিল বাস | তেলের খরচও উঠছিল না তাতে | বন্ধ হয়েছিল শ্রমিকদের আয় যার কারণেই বাস চালাতে পারছিলেন না শ্রমিকরা | কিন্তু সোমবার থেকে বীরভূমে স্বাভাবিক হয়েছে সমস্ত বাস পরিষেবা৷ শপিং মল রেস্টুরেন্ট ও সমস্ত কিছু খুলে যাওয়ায় যাত্রী হবে হবে বলেই মনে করছে শ্রমিক ও মালিকরা | বাস চালানো হচ্ছে বেশ কিছু নিয়ম বা স্বাস্থ্যবিধি মেনে | যেমন মাস্ক যাত্রীদের পড়তে হবে | সিট সংখ্যার বেশী যাত্রী চাপানো যাবে না ও অন্যান্য |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus, Soiuth bengal news