#বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বড়বেলুন গ্রামে সোমবার সকালে একটি যাত্রীবোঝাই বাস মালডাঙ্গা থেকে বর্ধমান অভিমুখে যাচ্ছিল। হঠাৎ করে বড়বেলুনের কোটাল বাড়ি বাসট্যান্ড এর কাছে সামনের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয়রা তড়িঘড়ি করে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন।
খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসে ভাতার ফায়ার ব্রিগেড। স্থানীয়রা বাসিন্দা সাবিত্রী ধারা জানান, প্রায় ৫০ জন মানুষ আহত হয়েছেন আমরা সকলকে উদ্ধার করে ভাতার হসপিটাল পাঠায়।
স্থানীয়দের প্রথমে উদ্ধার করে ভাতার হসপিটাল পরে প্রায় কুড়ি জনকে বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা আসেন ভাতার হসপিটালে। বাসটিকে আটক করেছে ভাতার থানার পুলিশ।
Saradindu Ghosh