• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • দৌলতাবাদে বাস দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস

দৌলতাবাদে বাস দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস

স্থানীয় মানুষজন এসে বাস থেকে যাত্রীদের বের করে তাঁদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

স্থানীয় মানুষজন এসে বাস থেকে যাত্রীদের বের করে তাঁদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

স্থানীয় মানুষজন এসে বাস থেকে যাত্রীদের বের করে তাঁদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

  • Share this:

#দৌলতাবাদ: দৌলতাবাদে আবারও বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবার রেলিং ভেঙে নয়ানজুলির মধ্যে পড়ে যায় বাসটি। জল না থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। স্থানীয় মানুষজন এসে বাস থেকে যাত্রীদের বের করে তাঁদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

২০১৮  সালের ২৯ জানুয়ারি দৌলতাবাদের বালির ঘাট ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে গিয়েছিল সরকারি বাস। সেই ঘটনায় ৪৬ জন বাসযাত্রী প্রাণ হারান।  সেবার দুর্ঘটনার দিনই মুখ্যমন্ত্রী ছুটে এসে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। দু’বছর আগের সেই পুরনো স্মৃতি এই ঘটনাকে উসকে দিয়েছে। দৌলতাবাদ বাস স্ট্যান্ডের কাছে লোহার ব্রিজটি দীর্ঘদিনের পুরনো।

দ্রুতগতিতে বাসটি ডোমকল থেকে বহরমপুর আসছিল। ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের অভিযোগ, বাসের চালক মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন। এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট ওই ব্রিজের রেলিং ভেঙে পড়ে যায়। ১৪ জন বাসযাত্রী আহত হয়। এদের মধ্যে ৮ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনের আঘাত গুরুতর। দুর্ঘটনায় আহত এক বাসযাত্রী লেখা বিশ্বাস বলেন, ‘‘খুবই দ্রুত গতিতে বাসটি আসছিল। চালক ফোনে কথা বলছিল মাঝেমধ্যে। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারে। জল না থাকার জন্য আমরা প্রাণে বেঁচে গেছি।’’ ঘটনার পরই ঘটনাস্থলে যান জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। বলেন, ‘‘পুলিশ তদন্ত করে দেখছে। কোনও গাফিলতি থাকলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

Published by:Siddhartha Sarkar
First published: